যুক্তরাষ্ট্রের একাধিক সংস্থা বুধবার রাতে ওয়াশিংটনের কাছে মধ্য-আকাশে অ্যামেরিকান এয়ারলাইন্স-এর একটি যাত্রীবাহী বিমান এবং একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের কারণ বের করার জন্য তদন্ত চালাচ্ছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ফেডেরাল এবং স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় পিএসএ এয়ারলাইন্স পরিচালিত অ্যামেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটের ৬৪জন যাত্রী এবং ক্রু আর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারের তিনজন ক্রুর সবাই নিহত হন।
দুটি আকাশযানই ওয়াশিংটনের কাছে ভার্জিনিয়ার আরলিংটনে রনাল্ড রেগান ন্যাশনাল বিমানবন্দরের কাছে পটম্যাক নদীতে বিধ্বস্ত হয়। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সেক্রেটারি (পরিবহন মন্ত্রী) শন ডাফি, যিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে যোগ দেন, বলেন যে দুর্ঘটনার আগে পর্যন্ত দুটো বিমানই “সাধারণ” ফ্লাইট প্যাটার্নে চলছিল।
সংবাদ সম্মেলনে ট্রাম্প নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতার আহ্বান জানান এবং দুর্ঘটনাকে “সত্যিকার অর্থে একটি ট্র্যাজেডি” বলে বর্ণনা করেন। “ আজ আমরা এক পরিবার, আজ আমাদের সবার হৃদয় ভেঙ্গে গেছে,” তিনি বলেন।
ট্রাম্প জানান যে স্থানীয়, রাজ্যে এবং ফেডেরাল পর্যায়ে সকল সংস্থা উদ্ধার কাজে নিয়জিত আছে।
ওবামা আর বাইডেনের সমালোচনা
তিনি বলেন যে দুর্ঘটনার কারণ নিয়ে তদন্তে ন্যাশনাল ট্রাফিক সেফটি বোর্ড নেতৃত্ব দিচ্ছে, যে তদন্তে ফেডেরাল এভিয়েশন অ্যাডমিন্সট্রেশন এবং যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর একটি তদন্ত সংস্থা জড়িত থাকবে।
ট্রাম্প আরও বলেন যে, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জো বাইডেনের নেতৃতে পূর্ববর্তী প্রশাসন এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের নিয়োগের জন্য পেশাগত মান কমিয়েছিল। তিনি ফেডেরাল সরকারে ডাইভারসিটি, একুইটি অ্যান্ড ইনক্লুশন কর্মসূচীকে এর জন্য দায়ী করেন। তিনি বলেন তিনি গত সপ্তাহে নির্বাহী আদেশের মাধ্যমে এইসব উদ্যোগ বাতিল করেছেন।
এয়ার ট্রাফিক কন্ট্রোলার সম্পর্কে ট্রাম্প বলেন, “আমরা সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে চালাক লোক চাই। আমরা এমন লোক চাই যারা মনস্তাত্ত্বিক দিক থেকে অগ্রসর এবং আমরা সেরকমই পেতে যাচ্ছি।”
ট্রাম্প বলেন যে, হেলিকপ্টার চালকদের দোষ হয়ে থাকতে পারে, কিন্তু এসব তদন্তে বেরিয়ে আসবে। যখন তাঁকে জিজ্ঞেস করা হয় তিনি কেন মনে করেন নে ডাইভারসিটি (বৈচিত্র্য) উদ্যোগ এই দুর্ঘটনায় ভূমিকা রেখে থাকতে পারে, তিনি জবাব দেন, “কারণ আমার সাধারণ বুদ্ধি আছে।”
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হেলিকপ্টার বাৎসরিক নাইট ফ্লাইট প্রশিক্ষণে ছিল এবং “দুঃখজনকভাবে, একটা ভুল হয়েছিল। এখানে এক ধরনের উচ্চতার প্রশ্ন ছিল যা আমরা তাৎক্ষনিকভাবে তদন্ত করে দেখছি।”
যাত্রীবাহী বিমান যখন অবতরণের চূড়ান্ত পর্যায়ে ছিল তখন হেলিকপ্টারের সাথে সংঘর্ষ হয় এবং বিমানবন্দর লাগোয়া পটম্যাক নদীতে বিধ্বস্ত হয়। ট্রান্সপোর্টেশন সেক্রেটারি ডাফি বলেন যে বিমানটি ভেঙ্গে তিন টুকরো হয়ে পানিতে পড়ে।
ফিগার স্কেটিং দল নিহত
ইউএস ফিগার স্কেটিং জানায়, বিমানে যাত্রীদের মধ্যে অ্যাথলেট, কোচ ও পরিবারের সদস্যসহ তাদের কমিউনিটির বেশ কয়েকজন সদস্য ছিলেন।
ক্রেমলিন ও রুশ গণমাধ্যম জানিয়েছে, ওই বিমানে বিশ্ব চ্যাম্পিয়ন দম্পতি ইভজেনিয়া শিশকোভা ও ভাদিম নাউমোভুসহ রাশিয়ান ফিগার স্কেটাররা ছিলেন।
নিকটবর্তী কেনেডি সেন্টারের একটি ক্যামেরায় ধারণ করা দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, আগুনের গোলা বিস্ফোরিত হওয়ার আগে দুই সেট আলো দেখা যায়। বিমানটি থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, সংঘর্ষের সময় বিমানটি প্রায় ১২০ মিটার উচ্চতায় ছিল।
কানসাসের ইউএস সেনেটর রজার মার্শাল ব্রিফিং-এ বলেন, “যেসকল পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের জন্য আমরা শোকাহত।”
মার্শাল বলেন, “তাদের সকলের জীবন অত্যন্ত মূল্যবান ছিল। আমরা তাদের হারিয়েছি এটি অত্যন্ত বেদনাদায়ক।”
সারা রাত উদ্ধারকাজ
বৃহস্পতিবার বিমানবন্দরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওয়াশিংটন, ডিসি দমকল বাহিনীর প্রধান জন ডনালি বলেন, রাত ৮.৪৮-এ জরুরী সেবা কর্মীরা বিমানবন্দরে একটি বিপদ সঙ্কেতের জবাব দেন। বিপদ সঙ্কেত থেকে ইঙ্গিত পাওয়া যায় যে বিমানবন্দরে বা তার কাছে বিমান দুর্ঘটনা হয়েছে।
ডনালি বলেন স্থানীয়, রাজ্য এবং ফেডেরাল সংস্থার প্রায় ৩০০জন জরুরী কর্মী পানিতে কাজ করছিলেন। তিনি বলেন আবহাওয়া ছিল হিমশীতল, সাথে প্রবল বাতাস। পানিতে প্রচুর বরফ জমে ছিল।
ডনেলি বলেন কর্মীরা সাড়া রাত উদ্ধার কাজ চালান এবং বৃহস্পতিবার সকাল পর্যন্ত যাত্রীবাহী বিমান থেকে ২৭টি মৃতদেহ এবং হেলিকপ্টার থেকে একজন ক্রুর মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, নদীর স্রোত এবং বাতাস ধ্বংসাবশেষ অন্তত এক থেকে দুই কিলোমিটার দূরে নিয়ে গেছে, যার ফলে উদ্ধার কাজ জটিল হয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সেক্রেটারি (পরিবহন মন্ত্রী) শন ডাফি সংবাদ সম্মেলনে বলেন যে রাতে আকাশ পরিষ্কার ছিল এবং দুটো বিমানই “সাধারণ” ফ্লাইট পদ্ধতিতে ছিল। তিনি বলেন ওয়াশিংটনের আকাশে বাণিজ্যিক এবং সামরিক, দুই ধরনের বিমান ট্রাফিক থাকা সাধারণ ব্যাপার, যেহেতু আশেপাশে সামরিক ঘাঁটি আছে।
ডাফি বলেন যে, যদিও সংঘর্ষের আগে পর্যন্ত বিমানের ফ্লাইট প্যাটার্ন “সাধারণ” ছিল, “দৃশ্যত কিছু একটা ঘটেছে।”
“দুই বিমানের সংঘর্ষ সাধারণ ঘটনা নয়,” ডাফি বলেন। তিনি আরও বলেন এই দুর্ঘটনা এড়ানো যেত। তবে তিনি বলেন যে ন্যাশনাল ট্রাফিক সেফটি বোর্ড দুর্ঘটনা তদন্ত করছে এবং তারাই এর কারণ বের করবে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।