অ্যাকসেসিবিলিটি লিংক

 
ট্রাম্প প্রশাসনঃ ফেডারেল কর্মী হ্রাসের লক্ষ্যে আর্থিক প্রণোদনা প্রস্তাব

ট্রাম্প প্রশাসনঃ ফেডারেল কর্মী হ্রাসের লক্ষ্যে আর্থিক প্রণোদনা প্রস্তাব


২০২৫ সালের ২৭ জানুয়ারি ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাউথ লনে মেরিন ওয়ান থেকে নামছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি।
২০২৫ সালের ২৭ জানুয়ারি ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাউথ লনে মেরিন ওয়ান থেকে নামছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি।

ট্রাম্প প্রশাসন মঙ্গলবার একটি মেমো জারি করে ফেডারেল সরকারের কর্মীদের সেপ্টেম্বর মাসের মধ্যে তাদের পদ ছেড়ে দেয়ার জন্য আর্থিক প্রণোদনা দেয়ার প্রস্তাব দিয়েছে।

এই পদত্যাগ কর্মসূচি ফেডারেল কর্মী সংখ্যা কমাতে প্রশাসনের প্রচেষ্টার অংশ।

২০ লাখ ফেডারেল কর্মীর অনেকের কাছে এই সংক্রান্ত ইমেইল পাঠানো হয়েছে। ইমেইলে বলা হয়, তারা সরকারের অর্থবছরের শেষ পর্যন্ত অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি বেতনভুক্ত থাকতে পারবেন এবং অন্তর্বর্তীকালীন সময়ে তারা কাজের দায়িত্ব হ্রাস বা পদত্যাগ করতে পারেন।

এই কর্মীরা ট্রাম্পের একটি আদেশ থেকেও অব্যাহতি পাবেন; যে আদেশে বলা হয়েছে, কর্মীদের তাদের অফিস ভবনে ফুল টাইম কাজে ফিরতে হবে।

কর্মীদের এই প্রস্তাব গ্রহণ করার জন্য ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে, এই সময়ের মধ্যে তারা “পদত্যাগ” শব্দটি সম্বলিত একটি ইমেইল রিপ্লাইয়ের মাধ্যমে এটি করতে পারবে।

কর পরিষেবাগুলোর ওপর প্রোগ্রামটির সম্ভাব্য প্রভাব স্পষ্ট নয়।

মেমোতে বলা হয়েছে, “যদিও কয়েকটি সংস্থা এবং এমনকি সামরিক বাহিনীর শাখাগুলোতে কর্মশক্তি বৃদ্ধি পেতে পারে, তবে বেশিরভাগ ফেডারেল এজেন্সি পুনর্গঠন, পুনর্বিন্যাস এবং শক্তি হ্রাস পেতে পারে।”

অভিবাসন, জাতীয় নিরাপত্তা এবং ডাক বিভাগের জন্য কাজ করা কর্মীরা এই প্রস্তাবের অংশ ছিল না।

মেমোতে বলা হয়েছে, “ফেডারেল কর্মীবাহিনী এমন কর্মচারীদের সমন্বয়ে গঠিত হওয়া উচিত যারা নির্ভরযোগ্য, অনুগত, বিশ্বাসযোগ্য এবং যারা তাদের দৈনন্দিন কাজের শ্রেষ্ঠত্বের জন্য সংগ্রাম করে।”

ফেডারেল কর্মচারীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নগুলো প্রশাসনের এই পদক্ষেপের সমালোচনা করেছে।

প্রায় দেড় লাখ ফেডারেল কর্মীর প্রতিনিধিত্বকারী ন্যাশনাল ট্রেজারি এমপ্লয়িজ ইউনিয়ন তাদের সদস্যদের বলেছে, পদত্যাগের মেমোটি ‘পদত্যাগের জন্য আপনাকে প্রলুব্ধ বা ভয় দেখানোর জন্য ডিজাইন করা হয়েছে’ এবং “এর প্রতিক্রিয়ায় আমরা আপনাকে পদত্যাগ না করার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি।”

আমেরিকান ফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের প্রধান এভারেট কেলি এক বিবৃতিতে বলেন, এই প্রস্তাবটি “স্বেচ্ছায় করা হয়েছে এমন হিসেবে দেখা উচিত নয়”। এতে আরও বলা হয়, প্রশাসনের পদক্ষেপেরগুলোতে দেখা যাচ্ছে এর লক্ষ্য “ফেডারেল সরকারকে একটি বিষাক্ত পরিবেশে পরিণত করা যেখানে শ্রমিকরা চাইলেও থাকতে পারে না।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG