অ্যাকসেসিবিলিটি লিংক

 
রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, দেশে ট্রেন চলাচল স্বাভাবিক

রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, দেশে ট্রেন চলাচল স্বাভাবিক


ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) ভোরে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

কমলাপুরের স্টেশনমাস্টার আনোয়ার হোসেন বলেন, আজ ভোর ৪টা ৪০ মিনিট থেকে এই ট্রেন চলাচল শুরু হয়। দেশের অন্য স্টেশন থেকেও ট্রেন ছেড়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো গোলযোগের খবর নেই।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) গভীর রাতে রেলওয়ে উপদেষ্টা ফাওজুল কবির খান, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নেতা এবং রেলওয়ে রানিং স্টাফদের নেতাদের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়। রাত পৌনে ৩টায় রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক ইউনিয়নের মহাসচিব মজিবুর রহমান বলেন, বুধবার অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের সমস্যা সমাধানের অঙ্গীকার করেছেন রেলওয়ে উপদেষ্টা। আমরা কোনো জনদুর্ভোগ চাই না, আমরা দুঃখিত। আমরা কর্মবিরতি থেকে সরে এসেছি। রানিং স্টাফ ভাইদের কাজে ফিরে যেতে অনুরোধ করছি।

এরপর রাজশাহী রেলস্টেশন থেকে ২টি ট্রেন ছেড়ে যায়। এ ছাড়া, বুধবার ভোরে আন্তনগর বলাকা (ঢাকা থেকে মোহনগঞ্জ), ধূমকেতু, সোনার বাংলাসহ কয়েকটি আন্তনগর ট্রেন এবং জয়দেবপুর কমিউটার ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গেছে।

মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক দেওয়া এবং নিয়োগপত্রের দুই শর্ত প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন রেলওয়ের রানিং স্টাফরা। ২৭ জানুয়ারির মধ্যে দাবি মানার সময়সীমা বেঁধে দিয়েছিলেন তারা। নির্ধারিত সময়সীমার মধ্যে দাবি পূরণ না হওয়ায় রানিং স্টাফরা কর্মবিরতি শুরু করেন। এ কারণে সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাতের পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রেলে ভ্রমণ করতে আসা যাত্রীরা চরম বিপাকে পড়েন। দেশের বিভিন্ন স্টেশনে বিক্ষোভ করেন যাত্রীরা।

রেলওয়ের রানিং স্টাফদের মধ্যে আছেন ট্রেনের চালক, সহকারী চালক, গার্ড ও টিকিট পরিদর্শকেরা।

XS
SM
MD
LG