অ্যাকসেসিবিলিটি লিংক

ইতালির জিওরজিয়া মেলোনি সৌদি আরবের মহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন

ইতালির প্রধানমন্ত্রী জিওরজিয়া মেলোনি সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সালমানের সঙ্গে আল-উলাতে ইউনেসকোর বিশ্ব হেরিটেজ পূরাতাত্ত্বিক স্থানে সাক্ষাৎ করেছেন। রবিবার, ২৬ জানুয়ারি।

পারস্য উপসাগরের দেশগুলিতে ইতালির প্রধানমন্ত্রীর তিন দিনের মিশনের অংশ এই দ্বিপাক্ষিক বৈঠক। শনিবার, ২৫ জানুয়ারি সৌদি আরবের জেদ্দায় এই সফর শুরু হয়েছে এবং সোমবার, ২৭ জানুয়ারি বাহরাইনে এটি শেষ হবে।

আলোচ্যসূচির তালিকায় রয়েছে গৃহযুদ্ধের পর সিরিয়ার পুনর্নির্মাণ এবং লেবাননে যুদ্ধবিরতির সমর্থনে ইতালির দায়বদ্ধতা।

মেলোনি ও বিন সালমান ইরান, গাজা ও ইয়েমেন নিয়েও কথা বলেছেন; পাশাপাশি লোহিত সাগর নিয়ে আলোচনা হয়েছে যেখানে নৌ-চলাচলের স্বাধীনতার সপক্ষে ইউরোপীয় ইউনিয়নের ‘মিশন অ্যাসপিডসে’ ইতালির নৌবাহিনী যুক্ত।


XS
SM
MD
LG