ছবিতে দেখা যাচ্ছে, লোকজন পোল্যান্ডের ওস্ভিয়েচিমে অবস্থিত আউশভিৎস-বিরকেনাউ স্মৃতিসৌধ ও যাদুঘর পরিদর্শন করছেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি নাৎসি কনসেন্ট্রেশন ও হত্যার শিবির হিসেবে কাজ করত। রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫।
আউশভিৎস ছিল একটি মৃত্যু কারখানা, যেখানে নাৎসিরা ১৫ লাখ মানুষকে হত্যা করেছিল, যাদের মধ্যে অনেকেই ইহুদী ছিলেন। সিংহভাগ গ্যাস চেম্বারে মৃত্যুবরণ করেছিলেন, অথবা অনাহার ও রোগে মারা গিয়েছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি হলোকাস্টে সব মিলিয়ে প্রায় ৬০ লক্ষ ইহুদীকে হত্যা করা হয়েছিল। পোলিশ, সিন্তি ও রোমা এবং সোভিয়েত যুদ্ধবন্দিরাও মৃত্যু শিবিরে বন্দী ছিলেন।
সোভিয়েত রেড আর্মির সেনারা ১৯৪৫ সালের ২৭ জানুয়ারি আউশভিৎস-বিরকেনাউ শিবির মুক্ত করেন, এবং বর্তমানে এই দিনটি আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ দিবস হিসেবে পরিচিত।