লেবাননের দক্ষিণাঞ্চলে রবিবার ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত ১৫জন নিহত ও আরও ১২৪ জন আহত হয়েছেন। এক দিন আগে ইসরায়েলি বাহিনীর স্থাপন করা সড়ক-প্রতিবন্ধকতা ভেদ করে বিক্ষোভকারীরা এগিয়ে এলে তাদের ওপর এলোপাতারি গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা। তাতেই এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
গুলিতে নিহতদের মধ্যে দুজন নারী এবং লেবানিজ সেনাবাহিনীর একজন সৈন্য রয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে। সীমান্ত এলাকার ১২টিরও বেশি গ্রামে মানুষ আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েল-হিজবুল্লাহর সংঘাত বন্ধ হয়। চুক্তির অন্যতম শর্ত ছিল, ইসরায়েলি বাহিনী ৬০ দিনের সময়সীমার মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করে নেবে।
ইসরায়েল এই শর্ত মানতে ব্যর্থ হওয়ার পর কিছু মানুষ বিষয়টির প্রতিবাদ জানাতে শুরু করে। বিক্ষোভকারীদের একাংশ হিজবুল্লাহর পতাকা হাতে নিয়ে সীমান্ত এলাকার বেশ কয়েকটি গ্রামে ঢুকে প্রতিবাদ জানানোর চেষ্টা চালায়।
ইসরায়েল বলছে, লেবাননের সরকারি সেনাবাহিনীর সদস্যদের এখনো দক্ষিণ লেবাননের সকল অংশে মোতায়েন করা হয়নি। তারা বলছে, হিজবুল্লাহ যাতে ওই এলাকায় আবারও সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা না করতে পারে, সেটার জন্য এই উদ্যোগ জরুরি। যতদিন লেবাননের সেনা মোতায়েন না হচ্ছে, ততদিন পর্যন্ত ইসরায়েলি সেনা প্রত্যাহার সম্ভব নয়।
অপরদিকে, লেবাননের সেনাবাহিনী বলছে, ইসরায়েলি বাহিনী সরে না যাওয়া পর্যন্ত তাদের সদস্যদের সেখানে মোতায়েন করা সম্ভব নয়।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন রবিবার এক বিবৃতিতে দক্ষিণ লেবাননের জনগণের উদ্দেশ্যে বলেন যে, "লেবাননের সার্বভৌমত্ব এবং ভৌগলিক অখণ্ডতা নিয়ে কোন আপোষ করা হবে না, এবং আপনাদের অধিকার ও সম্মান নিশ্চিত করতে আমি বিষয়টি নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করবো।"
লেবানিজ সংসদের স্পিকার নাবিহ বেরি, যিনি হিজবুল্লাহ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্ততা করেন, বলেছনে যে রবিবারের রক্তপাতের ঘটনা "ইসরায়েলকে দখলকৃত লেবানিজ ভূমি থেকে অবিলম্বে প্রত্যাহার করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরী ভিত্তিতে ইসরায়েলর উপর চাপ সৃষ্টি করার পরিষ্কার ডাক।"
বিক্ষোভ প্রসঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
চলমান যুদ্ধে এক লাখ ১২ হাজার লেবানিজ বাস্তুচ্যুত হয়েছেন। সব মিলিয়ে যুদ্ধের কারণে ১০ লাখ লেবানিজ বাস্তুচ্যুত হয়েছেন।