অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যালিফোর্নিয়ার দাবানলে ক্ষতিগ্রস্ত স্কুল 

ছবিতে দেখা যাচ্ছে, ক্যালিফোর্নিয়ার অ্যালটাডেনায় ইটন দাবানলে ক্ষতিগ্রস্ত একটি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা। বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫।

লস অ্যাঞ্জেলেস এলাকাজুড়ে কয়েকদিনের তীব্র দাবানলের কয়েক সপ্তাহ পর ভয়াবহ বাস্তবতার সম্মুখীন অভিভাবকরা; অগ্নিদগ্ধ ভবন ও গাড়ির বিষাক্ত ছাইভস্ম তাদের শিশুদের ক্ষতি করতে পারে। শহরে দাবানল ছড়িয়ে পড়লে এই ঝুঁকিটি খুবই সর্বত্র ছড়িয়ে পড়েছে।

প্যাসিফিক প্যালিসেডসে ক্যানিয়ন চার্টার সোমবার নাগাদ পুনরায় খুলতে পারে। বিদ্যালয়ের কর্মকর্তারা বলছেন, স্কুলের পরিচ্ছন্নতা ও নিরাপত্তাকে নিশ্চিত করতে কর্মীরা কঠোর পরিশ্রম করছেন এবং তারা তাদের সিদ্ধান্ত নিয়ে আত্মবিশ্বাসী। তবে, কিছু অভিভাবক মনে করছেন, খুলে দেওয়ার জন্য স্কুল তাড়াহুড়ো করছে। তারা কর্মকর্তাদের সাময়িকভাবে স্থানান্তরের অনুরোধ করেছেন; অনেকে আবার তাদের শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। (এপি)


XS
SM
MD
LG