ছবিতে দেখা যাচ্ছে, গাজা থেকে মুক্তিপ্রাপ্ত চারজন ইসরায়েলি নারী সৈন্যকে নিয়ে ইসরায়েলের একটি সামরিক হেলিকপ্টার তেল আবিবের কাছে পেটাহ তিকভাতে বেলিনসন হাসপাতালে পৌঁছেছে। শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫।
গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে দু'শজন ফিলিস্তিনি বন্দি ও আটককৃতদের বিনিময়ে গাজায় জিম্মি হিসেবে আটক চারজন ইসরায়েলি নারীকে শনিবার রেড ক্রসের হাতে তুলে দিয়েছে হামাস।
ইসরায়েলের কারা পরিষেবা বিভাগ জানিয়েছে, তারা দু'শজন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কাজ সম্পূর্ণ করেছে। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের মধ্যে এমন ১২০ জন রয়েছে যারা ইসরায়েলিদের উপর প্রাণঘাতি হামলার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিল। মিশরের রাষ্ট্রায়ত্ত্ব কাহেরা টিভির বক্তব্য অনুযায়ী, প্রায় ৭০ জনকে মিশরে মুক্তি দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
(এপি)