অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীসের কৃষকদের বিক্ষোভ

উচ্চ উৎপাদন ব্যয় ও অপর্যাপ্ত অবকাঠামোর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মূল ভূখণ্ডের বিভিন্ন অংশে নিজেদের ট্র্যাক্টর নিয়ে বিক্ষোভ শুরু করেছেন গ্রীসের কৃষকরা। বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি।

গ্রীসের উত্তরাঞ্চলে কারদিতসা শহরের কাছে কৃষক ও পুলিশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে; কৃষকরা যাতে ই-৬৫ মহাসড়ক বন্ধ না করে দিতে পারেন সে জন্য পুলিশ তাদের আটকেছিল। আগামী কয়েক দিনে কৃষকরা পুনরায় মহাসড়ক অবরোধের চেষ্টা করবেন বলে তাদের অভিপ্রায় ঘোষণা করেছেন, এমনটাই খবর পাওয়া গেছে।

গত সপ্তাহে প্যানহেলেনিক কমিটি অফ ফার্মার্স অ্যাট ব্লকেডস এক বিবৃতি জারি করে বলেছে, “যে গুরুতর সমস্যাগুলি আমাদের উদ্বেগের কারণ তা শুধু অমীমাংসিতই নেই, সেই সঙ্গে আমরা প্রত্যক্ষ করছি, বহু নীতি আনা হচ্ছে যা উৎপাদন থেকে আমাদের সরিয়ে দিচ্ছে; এবং এর ফলে গ্রামগুলি মরুভূমিতে পরিণত হবে।”

এই বিবৃতিতে সরকারের কাছে দাবি করা হয়েছে, উৎপাদনের উচ্চ ব্যয় কমানো থেকে প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে সুরক্ষা প্রদান ও ইএলজিএ (হেলেনিক অর্গানাইজেশন অফ এগ্রিকালচারাল ইনস্যুরেন্স) নিয়মে বদল আনতে হবে।


XS
SM
MD
LG