যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে নর্থ ক্যারোলাইনার সোয়ানানোয়ায় হারিকেন হেলেনে ক্ষতিগ্রস্ত একটি এলাকা পরিদর্শন করছেন ৷
এই সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ক্যালিফোর্নিয়ার দাবানল-বিধ্বস্ত লস অ্যাঞ্জেলেসেও যাচ্ছেন। তার দ্বিতীয় আমলের এই প্রথম সফরটিতে তিনি এমন অঞ্চলে যাচ্ছেন যেখানে মারাত্মক বিপর্যয়ের প্রতিক্রিয়ায় ছায়াপাত করেছে রাজনীতি।
নর্থ ক্যারোলাইনায় প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কাজের জন্য সমালোচনা করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্প ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ঢেলে সাজানোর কথাও বিবেচনা করছেন। তার কিছু রক্ষণশীল সহযোগী বন্যা, হারিকেন, টর্নেডো এবং অন্যান্য বিপর্যয় মোকাবেলার জন্য এজেন্সি, রাজ্যগুলিকে যতটা ক্ষতিপূরণ দেয় তা হ্রাস করার প্রস্তাব করেছে।
(এএফপি)