অ্যাকসেসিবিলিটি লিংক

সিআইএ এর ডিরেক্টর হিসেবে শপথ নিয়েছেন জন র‍্যাটক্লিফ

📷 ছবিতে দেখা যাচ্ছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জন র‍্যাটক্লিফকে সিআইএ ‘র ডিরেক্টর পদে শপথ পড়াচ্ছেন। সাথে রয়েছেন র‍্যাটক্লিফের স্ত্রী, মিশেল। হোয়াইট হাউজের প্রাঙ্গণে আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনে ভাইস প্রেসিডেন্টের আনুষ্ঠানিক অফিসে ২৩ জানুয়ারী এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলের এই গুরুত্বপূর্ণ সদস্যের নিয়োগ নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রধান গুপ্তচর সংস্থার পরিচালক পদের জন্য সিনেটে আইন প্রণেতাদের ৭৪ - ২৫ ভোটে অনুমোদন লাভ করেন জন র‍্যাটক্লিফ।

ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স, র‍্যাটক্লিফকে "বড় দেশপ্রেমিক" বলে অভিহিত করেন এবং বলেন যে তিনি এমন একজন যিনি প্রেসিডেন্ট এর আস্থা রাখেন।

র‍্যাটক্লিফ এখন এমন গোয়েন্দা অভিযানের নেতৃত্ব দেবেন যে ব্যাপারে ট্রাম্প এবং রিপাবলিকানরা ইউক্রেন, আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্যের মতো অঞ্চলে গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে পর্যাপ্ত তথ্য সংগ্রহ না করার জন্য বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন এবং পূর্ববর্তী প্রশাসনের নীতি সমর্থন করে তথ্য ব্যবহার করার জন্য সিআইএ ’রও সমালোচনা করা হয়েছে।

গত সপ্তাহে তার নিয়োগ নিশ্চিতকরণ শুনানির সময়, র‍্যাটক্লিফ ইঙ্গিত দিয়েছিলেন যে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। তিনি বলেন, গুপ্তচর সংস্থা সিআইএ এখন তথ্য সংগ্রহ এবং যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষের মোকাবেলায় আরও আক্রমণাত্মক হবে।


XS
SM
MD
LG