অ্যাকসেসিবিলিটি লিংক

 
জেএফ কেনেডি, আরএফ কেনেডি, মার্টিন লুথার কিং হত্যার সবশেষ নথি প্রকাশের নির্দেশ দিলেন ট্রাম্প

জেএফ কেনেডি, আরএফ কেনেডি, মার্টিন লুথার কিং হত্যার সবশেষ নথি প্রকাশের নির্দেশ দিলেন ট্রাম্প


১৯৬৮ সালের ৩ ফেব্রুয়ারির সিআইএর “মেক্সিকো সিটি ক্রনোলজি” শীর্ষক নথি যা ২০২১ সালের ১৫ ডিসেম্বরে প্রকাশিত হয়েছিল। ফাইল ফটো।
১৯৬৮ সালের ৩ ফেব্রুয়ারির সিআইএর “মেক্সিকো সিটি ক্রনোলজি” শীর্ষক নথি যা ২০২১ সালের ১৫ ডিসেম্বরে প্রকাশিত হয়েছিল। ফাইল ফটো।

যুক্তরাষ্ট্রের প্রয়াত প্রেসিডেন্ট জন এফ. কেনেডিকে হত্যা সংক্রান্ত শেষ গোপন নথিপত্র প্রকাশের আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কেনেডির মৃত্যুর ৬০ বছরেরও বেশি সময় পর এই মামলা এখনও নানা ষড়যন্ত্র তত্ত্বকে ইন্ধন জোগায়।

ট্রাম্প এমন এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যা প্রকাশ করবে ১৯৬০-এর দশকে জেএফকের ছোট ভাই রবার্ট এফ. কেনেডি ও নাগরিক অধিকার বিষয়ক নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ডের নথি।

হোয়াইট হাউসের ওভাল অফিসে নির্বাহী আদেশে স্বাক্ষর করে সংবাদদাতাদের ট্রাম্প বলেছেন, “এটা অনেক বড়, তাই না? এর জন্য বিপুল মানুষ বছরের পর বছর, দশকের পর দশক অপেক্ষা করছেন।”

আদেশে স্বাক্ষর করে ব্যবহৃত কলমটি এক সহযোগীকে দিতে দিতে ট্রাম্প বলেন, “এটা আরএফকে জুনিয়রকে দিন।” আরএফকে জুনিয়র হলেন জেএফকের ভাইপো এবং স্বাস্থ্য ও জন পরিষেবা দফতরের মন্ত্রী পদে তিনি বর্তমান প্রেসিডেন্টের মনোনীত প্রার্থী।

ট্রাম্প যে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তার জন্য জেএফকে নথির “সার্বিক ও পূর্ণাঙ্গ প্রকাশ” প্রয়োজন; ২০১৭ সালে অধিকাংশ নথি প্রকাশের সময় তিনি যে তথ্য গ্রহণ করেছিলেন তা সংশোধন ছাড়াই প্রকাশ করতে হবে।

এই আদেশে বলা হয়েছে, “জাতীয় স্বার্থেই এই হত্যাগুলির সঙ্গে সম্পর্কিত সমস্ত নথি অবিলম্বে শেষ পর্যন্ত প্রকাশ করা দরকার।”

ট্রাম্প এর আগেও শেষ নথি প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন; সোমবার তার শপথগ্রহণ অনুষ্ঠানেও তিনি এই কথা পুনর্ব্যক্ত করেছেন।

১৯৬৩ সালের ২২ নভেম্বরে প্রেসিডেন্ট কেনেডির হত্যা সংক্রান্ত হাজার হাজার নথি গত কয়েক বছরে প্রকাশ করেছে ইউ এস ন্যাশনাল আর্কাইভস, তবে জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে কয়েক হাজার নথি গোপন রাখা হয়েছিল।

২০২২ সালের ডিসেম্বরে সর্বশেষ ব্যাপক হারে নথি প্রকাশের সময় তারা বলেছিল, কেনেডি নথির (মোট ৫০ লক্ষ পৃষ্ঠা) ৯৭ শতাংশই এখন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল।

৪৬ বছর বয়সী বর্ণময় প্রেসিডেন্টকে হত্যার তদন্ত করেছিল ওয়ারেন কমিশন; তারা জানিয়েছে, এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সাবেক মেরিন বন্দুকবাজ লি হার্ভে অসওয়াল্ড, এককভাবেই।

জন কেনেডির হত্যা সংক্রান্ত হাজার হাজার নথি জাতীয় মহাফেজখানা থেকে প্রকাশ করা হয়েছিল ট্রাম্পের প্রথম দফায়, তবে জাতীয় নিরাপত্তার খাতিরে তিনিও কিছু নথি আটকে রেখেছিলেন।

XS
SM
MD
LG