প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রক্ষণশীল অ্যাক্টিভিস্ট এবং লেখক তৃতীয় এল ব্রেন্ট বযেলকে যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার (ইউএসএজিএম) প্রধান হিসেবে মনোনীত করেছেন। ইউএসএজিএম ভয়েস অফ আমেরিকা সহ যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত পাঁচটি মিডিয়া প্রতিষ্ঠানের তদারকি করে থাকে।
“মিডিয়া রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা এবং ৩৮ বছর ধরে তার প্রেসিডেন্ট হিসেবে ব্রেন্ট পত্রিকা, টেলিভিশন আর অনলাইন যত বোঝেন, তেমন লোক খুব কমই আছে,” ট্রাম্প তাঁর সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে বুধবার রাতে জানান।
ভয়েস অফ আমেরিকা ছাড়াও, ইউএসেজিএম মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কস, রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি, রেডিও ফ্রি এশিয়া, এবং অফিস অফ কিউবা ব্রডকাস্টিং তদারকি করে থাকে।