ছবিতে দেখা যাচ্ছে কঙ্গোর বাস্তুচ্যুত মানুষ পায়ে হেঁটে বা নৌকায় চেপে মিনোভা এলাকা থেকে পালিয়ে গোমায় আশ্রয়ের সন্ধানে ছুটছে। মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫।
কঙ্গোর সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে যে, গোমা শহরের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র মিনোভা দখল করার পর এম২৩ যোদ্ধারা দেশের পূর্বাঞ্চলে "বড় মাত্রার অগ্রগতি" অর্জন করেছে।
রুয়ান্ডার সেনাবাহিনীর সমর্থনে এম২৩ যোদ্ধাদের হাতে মিনোভার পতন আঞ্চলিক রাজধানী গোমাকে এমন সংঘাতে নিমজ্জিত করে যা হাজার হাজার মানুষের বাস্তুচ্যুতি ঘটিয়েছে।