ছবিতে দেখা যাচ্ছে, দমকলকর্মীরা ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো কাউন্টির বন্সল এলাকার কাছে ইন্টারস্টেট ১৫ মহাসড়ক বরাবর লাইলাক দাবানলের বিরুদ্ধে লড়াই করছেন। মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫।
মঙ্গলবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বাতাসের গতি বৃদ্ধি পায়, যার ফলে লাইলাকসহ অন্তত দুইটি নতুন দাবানল শুরু হয়।
দুই সপ্তাহ আগে শুরু হওয়া ইটন এবং প্যালিসেডস দাবানল এখনও লস অ্যাঞ্জেলেস এলাকায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
দমকলকর্মীরা চরম দাবানল পরিস্থিতির জন্য উচ্চ সতর্কতায় রয়েছে।