অ্যাকসেসিবিলিটি লিংক

স্পেনে উৎসবে অগ্নিশিখার মধ্য দিয়ে লাফাচ্ছে একাধিক ঘোড়া

বার্ষিক “লাস লুমিনারিয়াস” উৎসব উদযাপনের সন্ধ্যায় অসংখ্য অগ্নিকুণ্ডের মধ্য দিয়ে লাফিয়ে যাচ্ছে একাধিক ঘোড়া ও তাদের সওয়ার। বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি।

মাদ্রিদের উত্তর-পশ্চিমাঞ্চলে এক গ্রামে এক “শুদ্ধিকরণ” অনুষ্ঠানে লেলিহান অগ্নিশিখা ও পুরু ধোঁয়ার চাদরের মধ্য দিয়ে একশোর বেশি ঘোড়ার লাফানো দেখতে সমবেত হয়েছেন কয়েক হাজার মানুষ।

ঐতিহ্য অনুযায়ী, অগ্নিকুণ্ডের ধোঁয়া ও শিখায় ঘোড়াগুলি আসন্ন বছরের জন্য “শুদ্ধ” হয়ে ওঠে।

সেন্ট অ্যান্টনি দিবসের প্রাক্কালে প্রতি বছর ১৬ জানুয়ারিতে এই উৎসব আয়োজিত হয়। উল্লেখ্য, সেন্ট অ্যান্টনি স্পেনের পশুদের পৃষ্টপোষক সন্ত। (রয়টার্স)


XS
SM
MD
LG