অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদ প্রত্যাখ্যান করেছেন


দক্ষিণ কোরিয়ার উইওয়াংয়ে ডিটেনশন সেন্টারে যাওয়ার আগে অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল গাড়িতে বসে আছেন (১৫ জানুয়ারি, ২০২৫)
দক্ষিণ কোরিয়ার উইওয়াংয়ে ডিটেনশন সেন্টারে যাওয়ার আগে অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল গাড়িতে বসে আছেন (১৫ জানুয়ারি, ২০২৫)

দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ব্যর্থ উদ্যোগ প্রসঙ্গে আজ শুক্রবারও তদন্তকারীরা অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে জিজ্ঞাসাবাদের চেষ্টা অব্যাহত রেখেছে। তবে ইউনের এই সাময়িক আটকাদেশের মেয়াদ প্রায় শেষের পথে হলেও তিনি জিজ্ঞাসাবাদে সহযোগিতা করতে অস্বীকার করেন।

বুধবার ভোরে ইউনের বাসভবনে অভিযান চালিয়ে তদন্তকারীরা তাকে আটক করে। এ ক্ষেত্রে মাত্র ৪৮ ঘণ্টা মেয়াদের গ্রেপ্তারি পরোয়ানা ব্যবহার করা হয়।

তবে আশা করা যাচ্ছে আজ শুক্রবার সংশ্লিষ্টরা নতুন গ্রেপ্তারি পরোয়ানা চাইবে যাতে অন্তত ২০ দিনের জন্য ইউনকে আটক রাখা যায়। এতে কৌঁসুলিরা তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনার জন্য যথেষ্ঠ সময় পাবেন।

বিদ্রোহ উসকে দেওয়ার অভিযোগে দক্ষিণ কোরিয়ার দুর্নীতি তদন্ত কার্যালয় তার বিরুদ্ধে তদন্ত পরিচালনা করছে। দোষী সাব্যস্ত হলে ইউন যাবজ্জীবন কারাদণ্ড পেতে পারেন বা তাকে ফাঁসি দেওয়া হতে পারে।

যদি শুক্রবার নতুন গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জমা দেওয়া যায়, তাহলে তাকে অন্তত এ বিষয়ে আদালতের পরবর্তী শুনানি পর্যন্ত (সপ্তাহান্তে) আটক রাখা সম্ভব হবে। তবে শুনানির পর আদালত আবেদন বাতিল করলে তাকে মুক্তি দেওয়া হবে।

ইয়নহাপ সংবাদ এজেন্সি জানিয়েছে শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় প্রধান তদন্ত কর্মকর্তার কার্যালয় (সিআইও) ইউনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। তবে এএফপিকে ইউনের আইনজীবী ইউন কাব-কিউন জানান, তিনি (প্রেসিডেন্ট) টানা দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে অস্বীকার করেছেন।

অপর এক আইনজীবী সিওক ডং-হাইইউন সংবাদদাতাদের শুক্রবার জানান, ইউন ইতোমধ্যে তদন্তকারীদের কাছে তার অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন। নতুন করে তাদের প্রশ্নের জবাব দেওয়ার কোনো কারণ নেই।

“প্রেসিডেন্ট আজ সিআইওতে উপস্থিত হবেন না। তিনি প্রথম দিনেই তদন্তকারীদের কাছে তার অবস্থান তুলে ধরেছেন, যা যথেষ্ঠ”, বলেন তিনি।

বুধবার ইউনকে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তবে পরবর্তী দিন জিজ্ঞাসাবাদের জন্য আবারও তাকে ডাকা হলে তিনি সেখানে নিরব থাকার সাংবিধানিক অধিকার বলে সেখানে যেতে অস্বীকার করেন।

XS
SM
MD
LG