ব্রিটেনের প্রধানমন্ত্রী কির স্টারমার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫।
দুই নেতা কিয়েভের কেন্দ্রস্থলে যুদ্ধে নিহত ইউক্রেনীয় সৈন্যদের স্মরণে একটি স্মৃতি দেয়ালে ফুলের স্তবক দিয়ে সম্মান জানান।
গত বছর জুলাই মাসে প্রধানমন্ত্রী হওয়ার পর ইউক্রেনে এটিই স্টারমারের প্রথম সফর।
তিনি এই সফরের মাধ্যমে রাশিয়ার চলমান আগ্রাসনের প্রেক্ষাপটে ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের স্থায়ী সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে চেয়েছেন, বিশেষ করে যখন মাত্র কয়েকদিনের মধ্যে ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসছেন।
তিনি কিয়েভের সঙ্গে একটি ১০০-বছরের অংশীদারিত্বের পরিকল্পনা নিয়ে এসেছেন, যার উদ্দেশ্য যুক্তরাজ্য ও ইউক্রেনের মধ্যে দীর্ঘমেয়াদী সহযোগিতা নিশ্চিত করা।
মূলত নিরাপত্তা ও সাংস্কৃতিক সম্পর্ক গভীর করার পাশাপাশি সামরিক সহযোগিতা বৃদ্ধি করাও এর লক্ষ্য, যাতে বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর এবং আজভ সাগরে নিরাপত্তা জোরদার করা যায় এবং রাশিয়ার আগ্রাসন প্রতিহত করা সম্ভব হয়।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে। দু'বছর পরও ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন অব্যাহত রয়েছে।