বুধবার ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও জাপানি কোম্পানির পক্ষ থেকে স্পেস এক্স চাঁদে অবতরণকারী একজোড়া মহাকাশযান নিক্ষেপ করেছে এই প্রত্যাশায় যে তারা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে দ্রুতই ব্যবসা শুরু করতে পারবে।
চাঁদের উদ্দেশে ব্যক্তিগত মহাকাশযান নিক্ষেপের এটি সর্বসাম্প্রতিক ঘটনা।
যুক্তরাষ্ট্রের এই অবতরণকারী মহাকাশযান মার্চে ফিরে আসবে এবং জাপানেরটা আসবে মে কিংবা জুন মাসে। ( এপি)