ছবিতে দেখা যাচ্ছে, মাধব নারায়ণ উৎসবের সময় নেপালের কাঠমান্ডুর উত্তর-পূর্বে অবস্থিত সাঁখুতে ভক্তরা সালি নদীতে পবিত্র স্নান করার প্রস্তুতি নিয়ে সেখানে ডুব দিচ্ছেন। সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫।
এই দিনে ভক্তরা উপবাস করেন এবং পবিত্র নদী বা জলাশয়ে স্নান করে পুণ্য লাভের আশায় নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন।