অ্যাকসেসিবিলিটি লিংক

মুসলিম সম্প্রদায়ে মেয়েদের শিক্ষা' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিলেন মালালা

ছবিতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাইকে ইসলামাবাদে অনুষ্ঠিত 'মুসলিম সম্প্রদায়ে মেয়েদের শিক্ষা' বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দেখা যাচ্ছে। রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫।

সম্মেলনে তিনি মুসলিম নেতাদের আফগান তালিবান সরকারকে বৈধতা না দিয়ে এবং তালিবান কর্তৃক নারী অধিকার হরণের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রকৃত নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানান।

দুই দিনব্যাপী এই সম্মেলনে মুসলিম ওয়ার্ল্ড লিগের সহায়তায় বেশ কয়েকটি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশের মন্ত্রী ও শিক্ষা কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন।

২০২১ সালে ক্ষমতায় ফিরে আসার পর থেকে তালিবান সরকার কট্টরপন্থী আইন প্রয়োগ করেছে, যা জাতিসংঘ 'লিঙ্গবৈষম্যমূলক' বলে আখ্যায়িত করেছে।

বর্তমানে আফগানিস্তান হল বিশ্বের একমাত্র দেশ, যেখানে মহিলাদের মাধ্যমিক স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা থেকে নিষিদ্ধ করা হয়েছে।

মালালা ইউসুফজাই পাকিস্তানি তালিবান কর্তৃক মেয়েদের শিক্ষার অধিকার রোধের বিরুদ্ধে আন্দোলন করাতে ১৫ বছর বয়সে একটি বন্দুকধারীর গুলিতে মাথায় আঘাত পান, তবে প্রাণে বেঁচে যান। এরপর নারী শিক্ষার অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস সংগ্রামের মধ্য দিয়ে তিনি দমন-পীড়নের বিরুদ্ধে নারীদের সাহসিকতার এক বৈশ্বিক প্রতীক হয়ে উঠেছেন। ২০১৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়।


XS
SM
MD
LG