অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে ইপিজেডে কারখানা শ্রমিকদের সংঘর্ষে আহত অর্ধশত


চট্টগ্রামে ইপিজেডে কারখানা শ্রমিকদের সংঘর্ষে আহত অর্ধশত
চট্টগ্রামে ইপিজেডে কারখানা শ্রমিকদের সংঘর্ষে আহত অর্ধশত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) দুটি কারখানায় শ্রমিক সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে কাজ করছে।

দুপুর ১২টার দিকে আহত ১৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, নতুন কাঠামো অনুযায়ী বেতন না পাওয়ার অভিযোগ তুলে গত কয়েকদিন ধরে চট্টগ্রাম ইপিজেডের বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। শনিবার সকালে দুটি কারখানার শ্রমিকরা নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়েন ও ব্যাপক ভাঙচুর করেন।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর টিম ও ইপিজেড থানা পুলিশ। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন সিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান।

সাংবাদিকদের তিনি বলেন, ইপিজেডের অভ্যন্তরে দুটি কারখানা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান জানান, ‘আন্দোলনের সময় কারখানার মূল গেট খোলা নিয়ে তাদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এরপর সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় পরস্পরের দিকে ঢিল ছুড়তে থাকেন তারা।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, "বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনীও ঘটনাস্থলে উপস্থিত আছে। বিস্তারিত পরে জানানো হবে।"

XS
SM
MD
LG