ইরানের বিচার বিভাগ বৃহস্পতিবার জানায় যে দেশটির সেমনান কারাগারে বন্দি সুইজারল্যান্ডের এক নাগরিক আত্মহত্যা করেছেন।
ইরানের বিচার বিভাগের সংবাদের ওয়েবসাইট মিজন অনলাইনে সেমনান প্রদেশের প্রধান বিচারপতি মোহাম্মদ সাদেক আকবরীকে উদ্ধৃত করে বলা হয়েছে যে এই সুইস নাগরিককে গুপ্তচরবৃত্তির জন্য গ্রেপ্তার করা হয় এবং তিনি অন্য একজন বন্দির সঙ্গে একই কক্ষে ছিলেন।
আকবারির মতে, সুইস বন্দিটি কারাগারের বুফে থেকে তার নিজের জন্য কিছু খাদ্য আনতে কক্ষের ওই ব্যক্তিকে বলেন এবং যখন তিনি একা ছিলেন, তখন আত্মহত্যা করেন।
আকবারিকে উদ্ধৃত করে বলা হয়েছে, “ কারাগারের কর্মকর্তারা তার প্রাণ বাঁচাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেন, কিন্তু তাকে বাঁচানোর প্রচেষ্টা সফল হয়নি”।
প্রধান বিচারপতি আরও বলেন,“এই লোকটি যেখানে আটক ছিলেন সেখানকার সব প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী এটা পরিস্কার যে তিনি আত্মহত্যা করেন”।
বন্দির পরিচিতি কিংবা কি ভাবে তিনি মারা গেলেন সে সম্পর্কে আর কোন তথ্য জানানো হয়নি।
ইরানের এলিট রিভ্যুলিউশানারী গার্ডস প্রধানত গুপ্তচরবৃত্তি ও নিরাপত্তা জনিত কারণে দ্বৈত নাগরিকদের কিংবা বিদেশীদের গ্রেপ্তার করে ।কূটনৈতিক সুবিধা আদায়ের জন্য এ রকম গ্রেপ্তার করা হয় বলে অধিকার গোষ্ঠীগুলি ইরানের সমালোচনা করে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে।
এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স ও এএফপি থেকে নেওয়া হয়েছে।