অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ১৬ জন সরকারি কর্মচারীকে অপহরণ করেছে জঙ্গিরা


পাকিস্তানের মানচিত্র (আংশিক)
পাকিস্তানের মানচিত্র (আংশিক)

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, জঙ্গিরা কমপক্ষে ১৬ জন সরকারি কর্মচারীকে অপহরণ করেছে এবং তাদের মুক্তির জন্য দাবি জানিয়েছে, তবে দাবিগুলোর ধরণ স্বচ্ছ নয়।

এই জিম্মিরা বেসামরিক নাগরিক এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের জঙ্গি-উপদ্রুত লাক্কি মারওয়াত জেলায় রাষ্ট্রায়ত্ত্ব পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশনের (পিএইসি) সঙ্গে সংশ্লিষ্ট খনন প্রকল্পের কর্মচারী।

এই ব্যক্তিরা যখন মিনিবাসে করে কাজে যাচ্ছিলেন তখন তাদের উপর অতর্কিতে হামলা চালানো হয় এবং বন্দুক ঠেকিয়ে জিম্মি করা হয় বলে জানিয়েছেন এই এলাকার পুলিশ কর্মকর্তা মহম্মদ ইজাজ। বন্দিদের নিয়ে পালানোর আগে অপহরণকারীরা গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়।

নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি কথিতভাবে এই অপহরণের দায় স্বীকার করেছে এবং অপহৃত কর্মীদের একটি ভিডিও প্রকাশ করেছে।

জঙ্গিদের দাবি মেনে নিয়ে তাদের মুক্তিকে নিশ্চিত করতে কর্তৃপক্ষের কাছে আর্জি জানাতে দেখা গেছে কয়েকজন জিম্মিকে, তবে তারা বিস্তারিত তথ্য দেননি। ভয়েস অফ আমেরিকা স্বাধীনভাবে জঙ্গিদের দাবি বা ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

কর্মকর্তারা বলছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং বৈদ্যুতিক শক্তি উৎপাদনের সাথে সম্পর্কিত কৃষি, ঔষধ, শিল্প ও উন্নয়ন প্রকল্পগুলিতে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ প্রয়োগের উপর গবেষণার প্রচার ও পরিচালনার দায়িত্বে রয়েছে পিএইসি।

আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশের লাক্কি মারওয়াত-সহ একাধিক জেলায় টিটিপি নিয়মিত নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের নিশানা করে হামলা চালায়।

এর আগে, বুধবার পাকিস্তানের স্বল্পবসতিপূর্ণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা সংক্ষিপ্ত সময়ের জন্য একটি সরকারি অফিস দখল করে, একটি ব্যাঙ্ক লুট করে এবং এক প্রত্যন্ত জেলায় একটি থানায় ভাঙচুর চালায়; এর একদিন পরই বৃহস্পতিবারের অপহরণের ঘটনাটি ঘটে।

নিষিদ্ধ বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ এই হামলার দায় স্বীকার করেছে। কর্মকর্তারা বলেছেন, এই হামলায় কেউ হতাহত হয়নি।

জাতিসংঘ টিটিপি-কে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা বিষয়ক এক মূল্যায়ণে বলা হয়েছে, টিটিপি আফগানিস্তানের “বৃহত্তম সন্ত্রাসী” গোষ্ঠী; এদের প্রায় ৬ হাজার যোদ্ধা রয়েছে।

XS
SM
MD
LG