অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে হুথিদের অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র


লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহজ থেকে জঙ্গি বিমান উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে। ফাইল ফটো।
লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহজ থেকে জঙ্গি বিমান উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে। ফাইল ফটো।

বুধবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, তাদের বাহিনী ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অস্ত্র গুদামঘরে হামলা চালিয়েছে, যা ব্যবহার করে তারা আমেরিকান যুদ্ধজাহাজ এবং বাণিজ্যিক জাহাজ আক্রমণ করে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, অভিযানে ‘একাধিক নির্ভুল হামলা চালানো হয়েছে’ এবং এতে যুক্তরাষ্ট্রের কোন কর্মী বা সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়নি।

বিবৃতিতে গুদামগুলোর অবস্থান নির্দিষ্ট করে বলা হয়নি।

তারা জানায়, “ আঞ্চলিক অংশীদার এবং ওই অঞ্চলের সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোকে হুমকি দেয়ার ইরান সমর্থিত (হুথি) প্রচেষ্টাকে নস্যাৎ করতে সেন্টকমের প্রচেষ্টার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।”

হুথিদের আল-মাসিরাহ টেলিভিশন জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলীয় আমরান প্রদেশে পাঁচটি এবং রাজধানী সানা প্রদেশে দুটি হামলা চালানো হয়েছে।

হুথিরা ২০১৪ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কাছ থেকে সানা দখল করে নেয় এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির বেশিরভাগ জনবহুল এলাকা নিয়ন্ত্রণ করে।

এক বছরের বেশি সময় ধরে তারা ইসরায়েল এবং লোহিত সাগর ও এডেন উপসাগরের জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে আসছে। এর মাধ্যমে, তাদের ভাষায়, তারা গাজা ভূখণ্ডে ইসরাইল হামাস যুদ্ধে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রদর্শন করছে।

লোহিত সাগর ও এডেন উপসাগরে হুথিদের হামলা সামুদ্রিক বাণিজ্যর একটি গুরুত্বপূর্ণ পথকে অস্থিতিশীল করে তুলেছে যার ফলে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ২০২৪ সালের জানুয়ারিতে থেকে হামলা শুরু করে।

ইসরায়েলের দিকে ছোড়া বেশিরভাগ হুথি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে, তবে ডিসেম্বরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ১৬ জন আহত হয়েছে বলে ইসরায়েলের সামরিক ও জরুরি পরিষেবা জানিয়েছে।

XS
SM
MD
LG