অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সংঘর্ষে ১৯ জঙ্গি ও ৩ জন সৈন্য নিহত


পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আফগান সীমন্তের কাছে টহল দিচ্ছে সেনা সদস্য। ফাইল ফটোঃ ৩ অগাস্ট, ২০২১।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আফগান সীমন্তের কাছে টহল দিচ্ছে সেনা সদস্য। ফাইল ফটোঃ ৩ অগাস্ট, ২০২১।

পাকিস্তানের সশস্ত্র বাহিনী মঙ্গলবার জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে ১৯ জঙ্গি ও তিন জন সেনা নিহত হয়েছে।

প্রাদেশিক রাজধানী পেশোয়ারসহ খাইবার পাখতুনখোয়ার তিনটি জেলায় সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায়, সামরিক বাহিনীর ভাষায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে।

সামরিক বিবৃতিতে নিহত বিদ্রোহীদের "খোয়ারিজ" হিসাবে বর্ণনা করা হয়েছে। দেশব্যাপী প্রাণঘাতী আক্রমণ চালানো নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান (টিটিপি)কে পাকিস্তান সরকার এই নামে ডাকে।

নিহতদের বিষয়ে এই দাবী যাচাই করা সম্ভব হয়নি। টিটিপিও এই ব্যাপারে কোন ধরনের মন্তব্য করেনি।

জঙ্গি তৎপরতা ২০২৪ সালে সহসা বেড়ে যাওয়ার পর পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও রাষ্ট্রবিরোধী বিদ্রোহীদের এটাই নতুন বছরের প্রথম বড় ধরনের সংঘর্ষ।

বিদ্রোহীদের আক্রমণে ২০২৪ সালে পাকিস্তানব্যাপী ১৬০০ এর বেশি মানুষ মারা যায়। এর মধ্যে প্রায় ৭০০ সেনা ও পুলিশ বাহিনীর সদস্য রয়েছেন।

টিটিপি এবং দক্ষিন-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে তৎপর বিচ্ছিন্নতাবাদী কয়েকটি গোষ্ঠী রক্তপাতের বেশিরভাগের জন্য দায় দাবী করেছে।

XS
SM
MD
LG