অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া বলছে তারা নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে


উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির সরবরাহ করা ৬ জানুয়ারি তোলা ছবিতে উত্তর কোরিয়ার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্য দেখা যাচ্ছে। ফটোঃ ৭ জানুয়ারি, ২০২৫।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির সরবরাহ করা ৬ জানুয়ারি তোলা ছবিতে উত্তর কোরিয়ার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্য দেখা যাচ্ছে। ফটোঃ ৭ জানুয়ারি, ২০২৫।

মঙ্গলবার উত্তর কোরিয়া বলে, তারা নতুন একটি হাইপারসনিক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করেছে যা প্রশান্ত মহাসাগরের দূরবর্তী লক্ষ্যবস্তুতেআঘাত হানার জন্য তৈরি করা হয়েছে। দেশটির নেতা কিম জং উন প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে মোকাবিলা করার জন্য পারমাণবিক সক্ষম অস্ত্রের সংগ্রহ আরো বৃদ্ধি করার অঙ্গীকার করেছেন।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ১ হাজার ১০০ কিলোমিটার (৬৮৫ মাইল) পথ পাড়ি দিয়ে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জলসীমায় নিক্ষিপ্ত হয়েছে- এমনটা জানানোর একদিন পর উত্তর কোরিয়া এ কথা জানায়।

গত বছর উত্তর কোরিয়া একাধিক অস্ত্র ব্যবস্থার প্রদর্শন করেছে যেগুলো তার প্রতিবেশী রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করতে পারে। এছাড়া রাশিয়া থেকে স্থানান্তরের মাধ্যমে উত্তর কোরিয়া সামরিক ক্ষমতা আরও বৃদ্ধি করতে পারে বলে উদ্বেগ রয়েছে কারণ ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে মিত্রতা তৈরি হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া বিভিন্ন মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যেগুলো নিখুঁত হলে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সামরিক কেন্দ্র গুয়ামে আঘাত হানতে সক্ষম হবে।

উত্তর কোরিয়া ২০২১ সাল থেকে শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে উড়তে সক্ষম বিভিন্ন হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। এ ধরনের অস্ত্রের গতি ও উড্ডয়নের চালচলন আঞ্চলিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে। তবে উত্তর কোরিয়া যে গতিতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দাবি করছে, এসব ক্ষেপণাস্ত্র ধারাবাহিকভাবে উড়ছে কি না তা স্পষ্ট নয়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কিম সোমবারের উত্থাপন তদারকি করেছেন এবং ১,৫০০ কিলোমিটার (৯৩২ মাইল) দূরে সমুদ্রের লক্ষ্যবস্তুকে সঠিকভাবে আঘাত আনার আগে এটি শব্দের চেয়ে ১২ গুণ বেশি গতিবেগ অর্জন করেছে।

এই ক্ষেপণাস্ত্রকে কিম উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধ জোরদার করার জন্য একটি অস্ত্র ভাণ্ডার গড়ে তোলার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে বর্ণনা করে বলেন, এটার বিরুদ্ধে "কেউ জবাব দিতে পারবে না।" কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এই তথ্য দিয়েছে।

উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি ও অন্যান্য ইস্যু নিয়ে দক্ষিণ কোরিয়ার মিত্রদের সাথে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যখন সোল সফর করছেন তখন এই উৎক্ষেপণ করা হলো।

XS
SM
MD
LG