অ্যাকসেসিবিলিটি লিংক

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি

ছবিতে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলের শিগাতসে এলাকায় একটি ভয়াবহ ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত অবস্থায় দেখা যাচ্ছে। মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চীনের তিব্বত অঞ্চলে এক বিধ্বংসী ভূমিকম্পে শতাধিক ব্যক্তি নিহত হয়েছে এবং বহু ভবন ধসে পড়েছে।

প্রতিবেশী নেপালের রাজধানী কাঠমান্ডু ও ভারতের কিছু অংশও এর প্রভাবে কেঁপে ওঠে।

চীনের সংবাদমাধ্যম জানায়, তিব্বতীয় অঞ্চলে অন্তত ১২৬ জন নিহত এবং ১৮৮ জন আহত হয়েছেন। তবে অন্য কোথাও থেকে এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চীনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এভারেস্ট অঞ্চলের উত্তরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত টিংরি অঞ্চলে। প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে ছিল এর ব্যাপ্তি।

নিউজ এজেন্সি সিনহুয়া আরও জানায়, ক্ষতিগ্রস্ত এলাকায় দেড় হাজারের বেশি দমকল কর্মী ও উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। তাছাড়া, তাঁবু, কোট, কুইল্ট ও ফোল্ডিং বেডসহ আরও প্রায় ২২ হাজার সামগ্রী পাঠানো হয়েছে।


XS
SM
MD
LG