অ্যাকসেসিবিলিটি লিংক

সাম্প্রতিক রাজনৈতিক সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন দক্ষিণ কোরিয়া সফরে

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মক এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোলে একটি বৈঠক করেন। সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫।

চোইর সঙ্গে বৈঠকের পর, ব্লিংকেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী চো-টেই-ইউলের সঙ্গে দেখা করেন এবং দুজনে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন।

একটি সরকারি পাঠ্য অনুযায়ী, ব্লিংকেন দক্ষিণ কোরিয়ার প্রতি ওয়াশিংটনের দৃঢ় নিরাপত্তা প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং উত্তর কোরিয়ার সম্ভাব্য উসকানি মোকাবিলায় শক্তিশালী যৌথ প্রতিরক্ষা অবস্থান গঠনের আহ্বান জানান।

প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলের অভিশংসনের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন চোই।

ইয়ুন ৩ ডিসেম্বর সামরিক আইন ঘোষণা করেন, যা দেশটিকে হতবাক করে দেয় এবং ১৪ ডিসেম্বর তাকে তার দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।


XS
SM
MD
LG