ছবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে হোয়াইট হাউসের ইস্ট রুমে একটি অনুষ্ঠান চলাকালে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করতে দেখা যাচ্ছে। শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫।
রাজনীতি, ক্রীড়া, বিনোদন, নাগরিক অধিকার, এলজিবিটিকিউ-প্লাস অধিকার এবং বিজ্ঞান ক্ষেত্রে ১৯ জন সবচেয়ে বিখ্যাত ব্যক্তিদের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কারে ভূষিত করলেন প্রেসিডেন্ট বাইডেন।
পুরস্কার প্রাপ্যদের মধ্যে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, শেফ হোসে আন্দ্রেস, অভিনেতা মাইকেল জে ফক্স এবং সংরক্ষণবাদী জেন গুডল।
আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, তবে তিনিও এই পুরস্কারে ভূষিত হন।
২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়ার আগে এবং প্রেসিডেন্ট-নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের অভিষেকের আগে এটি ছিল প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের শেষ আনুষ্ঠানিক কাজগুলির মধ্যে একটি।