অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়: ৮টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত;ইউক্রেনের বসতি দখল


রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের প্যালেস স্কয়ারে নববর্ষ উদযাপনে অংশগ্রহণ করছে মানুষ। (১ জানুয়ারি, ২০২৫)
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের প্যালেস স্কয়ারে নববর্ষ উদযাপনে অংশগ্রহণ করছে মানুষ। (১ জানুয়ারি, ২০২৫)

শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্কে নাদিয়া গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের তৈরি আটটি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করেছে তারা।

তাৎক্ষণিকভাবে যুদ্ধক্ষেত্রের এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, শনিবার সকালে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ভূখণ্ডে ১০টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি উত্তর লেনিনগ্রাদ অঞ্চলে ভূপাতিত করা হয়।

শনিবার সকালে সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে সকল ফ্লাইটের আসা-যাওয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

XS
SM
MD
LG