অ্যাকসেসিবিলিটি লিংক

 
নিউ অরলিন্স’এ গাড়ি হামলায় নিহতদের জন্য শোকপ্রকাশ স্থানীয়দের

নিউ অরলিন্স’এ গাড়ি হামলায় নিহতদের জন্য শোকপ্রকাশ স্থানীয়দের

নিউ অরলিন্সে নববর্ষের দিন ভয়াবহ গাড়ি হামলায় নিহতদের জন্য গোটা সপ্তাহজুড়ে স্মারক ফুল ও শপথমূলক সারি সারি মোমবাতি রাখা হয়েছে।

পথের ধারে শিল্পকলা প্রদর্শনকারী ও ফুটবল অনুরাগীরা নিউ অরলিন্সের রাস্তায় ফিরে এসেছেন। নববর্ষের দিন ভয়াবহ তাণ্ডবে নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন ও শোকপ্রকাশের পাশাপাশি এই শহর ধীরে ধীরে স্বাভাবিকতার দিকে ফিরছে।

বরবর্ন স্ট্রিটে হামলায় ১৪ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন; কর্মকর্তারা বলেছেন, ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর প্রণোদনায় এই হামলা চালানো হয়েছে।

পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় গাড়ির চালক শামসুদ-দিন জাব্বারকে প্রাণঘাতি গুলি করা হয়। উল্লেখ্য, সে তার গাড়ি নিয়ে দ্রুত গতিতে বেষ্টনী পেরিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়েছিল।

বৃহস্পতিবার, ২ জানুয়ারি, বিকালের আগেই বরবর্ন স্ট্রিট পুনরায় খুলে দেওয়া হয়েছে। সঙ্গীত, মুক্ত বাতাসে পানভোজন ও উৎসবের আবহের জন্য গোটা বিশ্বে এই স্ট্রিট বিখ্যাত। (এপি)


XS
SM
MD
LG