অ্যাকসেসিবিলিটি লিংক

চীনকে আলোচনার কেন্দ্র করেই বাইডেনের প্রধান সহযোগীর ভারত সফর


ফাইল ছবি - ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানকে শুভেচ্ছা জানাচ্ছেন, ১৭ জুন, ২০২৪। (এপির মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত ছবি)
ফাইল ছবি - ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানকে শুভেচ্ছা জানাচ্ছেন, ১৭ জুন, ২০২৪। (এপির মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত ছবি)

শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছে, নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক জোরদার করতে প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান শেষ বারের মতো আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন। ।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সাথে সম্পর্ক জোরদারে বাইডেন প্রশাসনের কৌশলগত প্রচেষ্টাই হবে এই সফরের মূল লক্ষ্য।

শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদকর্মীদের বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা “বাইডেন প্রশাসনের জন্য পররাষ্ট্রনীতির প্রকৃত অগ্রাধিকার ও ঐতিহ্যগত অর্জনের ক্ষেত্র"।

প্রশাসনের অন্য এক কর্মকর্তা জানান, বেসামরিক পরমাণু অংশীদারিত্ব, সেমিকন্ডাক্টর ও বায়োফার্মা সাপ্লাই চেইনে চীনের অতিরিক্ত সক্ষমতা, কৌশলগত প্রযুক্তি সহযোগিতা এবং অভিন্ন অন্যান্য নিরাপত্তা অগ্রাধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে সালিভান ৫-৬ জানুয়ারি নয়াদিল্লি সফর করবেন।

তিব্বত মালভূমির পূর্ব প্রান্তে ইয়ারলুং জাংবো নদীর ওপর “বিশ্বের বৃহত্তম” জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের বেইজিংয়ের পরিকল্পনা নিয়ে ভারত ও চীনের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে তার প্রেক্ষাপটে সালিভান এই সফর করছেন। এই বাঁধ ভাটি এলাকায় ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ভয়েস অব আমেরিকার প্রশ্নের জবাবে প্রথম প্রশাসনিক কর্মকর্তা বলেন, সালিভান অন্যান্য আঞ্চলিক উদ্বেগের বিষয়ের পাশাপাশি বাঁধ নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। কর্মকর্তাটি বলেন, “দেশগুলোতে জল সম্পদের ন্যায্য এবং ন্যায়সঙ্গত পরিচালনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ”।

এই সফরের মূল প্রাধান্য হচ্ছে, ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজি (আইসিইটি) সম্পর্কিত যুক্তরাষ্ট্র ও ভারতের একটি সম্মিলিত উদ্যোগ। ২০২২ সালের মে মাসে বাইডেন এবং মোদী এআই থেকে কোয়ান্টাম কম্পিউটিং, সেমিকন্ডাক্টর থেকে মহাকাশ পর্যন্ত বিভিন্ন এলাকা জুড়ে তাদের সরকার, ব্যবসায় এবং একাডেমিক প্রতিষ্ঠানের মধ্যে কৌশলগত প্রযুক্তি অংশীদারিত্ব এবং প্রতিরক্ষা-শিল্প সহযোগিতা জোরদার করার ঘোষণা দিয়েছিলেন।

XS
SM
MD
LG