অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারীদের সতর্ক বার্তা: নিউ অরলিন্স’এর মতো আক্রমণের দিকে নজর রাখতে হবে


ফ্রেঞ্চ কোয়ার্টারে বোরবোন স্ট্রিটে লোকজন প্রাণঘাতী ট্রাক আক্রমণের স্মারক দেখছেন। নিউ অর্লিন্স। ৩ জানুয়ারি, ২০২৫।
ফ্রেঞ্চ কোয়ার্টারে বোরবোন স্ট্রিটে লোকজন প্রাণঘাতী ট্রাক আক্রমণের স্মারক দেখছেন। নিউ অর্লিন্স। ৩ জানুয়ারি, ২০২৫।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর এবং এফ বি আই ফেডারেল, রাজ্য ও স্থানীয় আইন প্রয়োগকারীদের সতর্ক করে দিয়েছে যে নিউ অরলিন্স’এ ট্রাক চালিয়ে আক্রমণের ঘটনা অন্যান্য সম্ভাব্য সন্ত্রাসবাদীদের এ ধরণের ঘটনা ঘটাতে অনুপ্রেরণা যোগাতে পারে। ওই সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৪ জন প্রাণ হারান।

শুক্রবার প্রকাশিত একটি যৌথ গোয়েন্দা বুলেটিনে , ফেডারেল কর্তৃপক্ষ দেশের ১৮,০০০ আইন-প্রয়োগকারী সংস্থাগুলিকে “ এই আক্রমণ এবং সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে গাড়ি চালিয়ে মানুষ হত্যার অন্যান্য আক্রমণ থেকে অনুপ্রাণিত হয়ে কিংবা পাল্টা আক্রমণের বিষয় সম্পর্কে” নজর রাখতে সতর্ক করে দিয়েছে।

ওই বুলেটিনে বলা হয়েছে এই ধরণের আক্রমণ, “ সহজে বাহন পাবার সুবিধা এবং আক্রমণ চালাতে তেমন দক্ষতার প্রয়োজন না পড়ায়, আগ্রহী হামলাকারীদের জন্য আকর্ষনীয় হয়ে উঠতে পারে”।

ফেডারেল বুলেটিনে উল্লেখ করা হয় যে ২০১৪ সাল থেকে ইসলামিক স্টেট সন্ত্রাসবাদী গোষ্ঠী সন্ত্রাসী হামলায় গাড়ির ব্যবহারকে উত্সাহিত করছে। আর তার পরই অস্ত্র দিয়ে আক্রমণ যা কীনা গণহত্যা ঘটানোর একটা পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে।

এই যৌথ বুলেটিনে আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে বিপদের কিছু সংকেত যেমন গাড়ি ভাড়ার জন্য ভূয়া কাগজপত্র বা ক্রেডিট কার্ডের ব্যবহার কিংবা “ আক্রমণের আগে কিছু বিষয়ের উপর নাজর রাখা” যেমন যানবাহনকে কোন ব্যতিক্রমী স্থানে রাখা কিংবা কোন অনুষ্ঠানের স্থানে সন্দেহজনক কর্মকান্ড এ সব বিষয়ের দিকে দৃষ্টি দিতে পরামর্শ দিয়েছে।

শুক্রবার ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক বিবৃতিতে এফবিআই বলেছে, “ যুক্তরাষ্ট্র এই উচ্চমাত্রার হুমকির পরিবেশে থাকছে এবং জন নিরাপত্তার প্রতি সম্ভাব্য হুমকির দিকে লক্ষ্য রাখছে”।

ওই বিবৃতিতে বলা হয়েছে, “ আমরা সব হুমকিকে গুরুত্বের সঙ্গে নিই এবং জনসাধারণকে বলি তারা সন্দেহজনক কিছু মনে করলে যেন তা তাত্ক্ষণিক ভাবে আইন প্রয়োগকারীদের অবহিত করে। আমরা তাদের বিশ্বাসযোগ্যতা নিশ্চিতি করতে আমাদের সহযোগীদের সঙ্গে কাজ করবো এবং যথার্থ তদন্ত কাজ শুরু করবো”।

বোরবোর্ণ স্ট্রিটে সন্ত্রসবাদী হামলার দু’দিন পর, স্বাভাবিক ভাবে গাড়ি চলাচল করছে। নিউ অর্লিন্স, ৩ জাানুয়ারি , ২০২৫।
বোরবোর্ণ স্ট্রিটে সন্ত্রসবাদী হামলার দু’দিন পর, স্বাভাবিক ভাবে গাড়ি চলাচল করছে। নিউ অর্লিন্স, ৩ জাানুয়ারি , ২০২৫।

বৃহস্পতিবার রাতে ব্যুরো ওই আক্রমণে নিহত সন্দেহভাজন ৪২ বছর বয়সী শামসুদ-দীন জাব্বারের তিনটি ছবি প্রকাশ করে। ছবি তিনটি বোরবোন স্ট্রিটের ওই হামলার এক ঘন্টা আগে নজরদারি ভিডিও থেকে নেওয়া হয়। তারা নীল রঙ্গের বরফের একটি বাক্সের ছবিও প্রকাশ করে যেটিতে ঘটনাস্থলের কাছে পাওয়া যায় এবং যার মধ্যে বিস্ফোরক ছিল।

এই প্রকাশিত ছবিগুলির সঙ্গে একটি বিবৃতিও দেওয়া হয় যেখানে রাস্তায় জাব্বারকে দেখেছেন কিংবা ছবিতে দেওয়া বরফের বাক্স দেখেছেন এমন কোন ব্যক্তি থাকলে তার কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে।

জাব্বার যখন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কাজ করতো সেই সময়কার মেডিকেল রেকর্ড ও নথিপত্রও এফবিআই’য়ের কর্মকর্তারা পরীক্ষা করে দেখবেন।

শুক্রবার হোয়িইট হাউস ঘোষণা করে যে সোমবার প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন নিউ অরলিন্স’এ যাবেন যেখানে তাঁরা এই আক্রমণের শিকার সমাজের সদস্যবৃন্দ ও পরিবারের সঙ্গে দেখা করবেন এবং সেখানে কর্তব্যরত কর্মকর্তাদের সঙ্গে ও দেখা করবেন।

বৃহস্পতিবার সংবাদদাতাদের এফবিআই কর্মকর্তারা জানান যে তারা মনে করেন যে নব বর্ষের এই আক্রমণে জাব্বার একাই তার ভূমিকা পালন করেছে এবং সে ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা অনুপ্রাণিত ছিল।

নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম প্ল্যটফর্ম ট্রুথ সোশ্যাল’এ এই আক্রমণের নিন্দা করেছেন।

তিনি বলেন , “আমাদের হৃদয় এই ঘটনার নিরাপরাধ শিকার ও তাদের স্বজনদের সঙ্গে রয়েছে। ট্রাম্প প্রশাসন সিটি অফ নিউ অরলিন্সকে তাদের তদন্ত কাজে এবং এই নির্ভেজাল দুষ্টুকর্ম থেকে বেরিয়ে আসতে পূর্ণ সহযোগিতা করবে।

একই পোস্টে তিনি ভুল করে লেখেন যে সন্দেহভাজন ব্যক্তিটি ছিল একজন অভিবাসী ।

এই প্রতিবেদনে অবদান রেখেছেন লিয়্যাম স্কট । কিছু তথ্য এসেছে রয়টার্স ও এএফপি থেকে।

XS
SM
MD
LG