যুক্তরাষ্ট্রের ১১৯তম কংগ্রেসের কার্যক্রম বা অধিবেশন শুরু হবে শুক্রবার। গত মাসে সরকারের অর্থায়নে বিতর্কিত লড়াইয়ের পর কংগ্রেসের উভয় কক্ষ ও প্রেসিডেন্সিতে রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণ থাকলেও তারা চ্যালেঞ্জের মুখে পড়ছে।
সেনেট নতুন অধিবেশনে প্রবেশ করছে এবং রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের থেকে সংখ্যাগরিষ্ঠতা ছিনিয়ে নিয়েছে। ১৮ বছরে এই প্রথম সেনেটর মিচ ম্যাককনেল দলের নেতৃত্ব থেকে সরে যাচ্ছেন। সেনেটে সংখ্যাগুরু নেতা হিসেবে নেতৃত্ব দেওয়ার জন্য রিপাবলিকান সেনেটর জন থুনকে ইতোমধ্যেই নির্বাচন করা হয়েছে।
রিপাবলিকানরা ৫৩-৪৭ আসনে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবে, যা বেশিরভাগ আইন প্রণয়নের জন্য প্রয়োজনীয় ৬০টি ভোটের কম।
কক্ষে, যেখানে রিপাবলিকানরা ২১৯-২১৫ সংখ্যাগরিষ্ঠতায় রয়েছে, সেখানে নজর থাকবে স্পিকার নির্বাচনের জন্য ভোটের দিকে। সরকারকে অর্থবহুল ও উন্মুক্ত রাখতে গত মাসে বর্তমান স্পিকার মাইক জনসনের সঙ্গে ডেমোক্র্যাটদের সমঝোতা হয়েছিল; এরপর তার অবস্থান নড়বড়ে হয়ে গিয়েছে।
জনসনের স্পিকার পদ বানচাল হওয়ার জন্য তার বিরুদ্ধে রিপাবলিকানদের মাত্র দুটি ভোটই যথেষ্ট। ধারণা করা হচ্ছে, স্পিকার পদের জন্য সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিসকে মনোনীত করতে চলেছে ডেমোক্র্যাটরা, তবে তিনি কয়েকটি ভোটে পিছিয়ে পড়তে পারেন, সেই সম্ভাবনা রয়েছে।
প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার জনসনকে সমর্থন জানিয়ে বলেছেন, এই স্পিকার “একজন ভাল, পরিশ্রমী ও ধার্মিক ব্যক্তি।”
তবে, রিপাবলিকান প্রতিনিধি চিপ রয় ও টমাস ম্যাসি ইতোমধ্যেই তার নেতৃত্ব নিয়ে নিজেদের সংশয় প্রকাশ করেছেন এবং ট্রাম্পের মিত্র ও উপদেষ্টা স্টিভ ব্যানন জনসনকে নেতৃত্ব থেকে সরাতে রিপাবলিকানদের আহ্বান জানিয়েছেন।
জনসন বা অন্য কোনও রিপাবলিকান স্পিকার পদের জন্য পর্যাপ্ত ভোট সংগ্রহ করতে না পারলে, ৬ জানুয়ারিতে ট্রাম্পের নির্বাচনী বিজয়ের আনুষ্ঠানিক শংসাপত্র দেওয়ার সময় কক্ষে কোনও নেতা নাও থাকতে পারে। সাময়িকভাবে হলেও কক্ষকে যিনিই নেতৃত্ব দিন ২০ জানুয়ারিতে ট্রাম্প দফতরে দায়িত্ব নেওয়ার পর আরও ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাবেন কেননা ট্রাম্প তার প্রশাসনে যোগ দেওয়ার জন্য দুইজন হাউস রিপাবলিকানকে বেছে নিয়েছেন।