অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কোরিয় কর্তৃপক্ষ প্রেসিডেন্ট ইয়ুনকে গ্রেফতারের চেষ্টা স্থগিত করেছে


দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওলের সমর্থকরা ২০২৫ সালের ৩ জানুয়ারি সিউলে ইয়ুনকে আটক করার জন্য আদালতের পরোয়ানা জারির বিরুদ্ধে সমাবেশ করার সময় পুলিশ প্রেসিডেন্টের বাসভবনের গেটে পৌঁছে।
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওলের সমর্থকরা ২০২৫ সালের ৩ জানুয়ারি সিউলে ইয়ুনকে আটক করার জন্য আদালতের পরোয়ানা জারির বিরুদ্ধে সমাবেশ করার সময় পুলিশ প্রেসিডেন্টের বাসভবনের গেটে পৌঁছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওলকে আটক করার প্রচেষ্টা দেশটির কর্তৃপক্ষ স্থগিত করেছে। কনজারভেটিভ প্রেসিডেন্টের অনুগত নিরাপত্তা বাহিনীর সাথে তদন্তকারীদের ৬ ঘন্টার উত্তেজনাকর অচলাবস্থার পরে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এক বিবৃতিতে ইয়ুনকে আটক করার চেষ্টাকারী যৌথ তদন্তকারী দল বলেছে, প্রতিরোধ ও ঘটনাস্থলে থাকা কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আদালত অনুমোদিত আটক পরোয়ানা কার্যকর করা ‘কার্যত অসম্ভব’।

অভ্যুত্থান ও ক্ষমতার অপব্যবহারের তদন্তের অংশ হিসেবে প্রায় তিন হাজার দাঙ্গা পুলিশের সহায়তায় প্রায় ১০০ জন তদন্তকারী ও গোয়েন্দার একটি দল সিউলের কেন্দ্রস্থলে ইয়ুনের সরকারি বাসভবনে পৌঁছায়।

যৌথ তদন্তের নেতৃত্বদানকারী দুর্নীতি তদন্ত অফিসের ব্যাকগ্রাউন্ড ব্রিফিং অনুসারে, কম্পাউন্ডের ভেতরে ছোটখাটো সংঘর্ষের পরে আটক দলটি ইয়ুনের বাসভবনের ২০০ মিটারের মধ্যে পৌঁছেছিল। কিন্তু তারা প্রায় ২০০ জন সেনা এবং অন্যান্য সশস্ত্র সুরক্ষা কর্মীর মুখোমুখি হয় যারা দলটিকে আরো ভেতরে যেতে বাধা দেয়।

যৌথ তদন্ত দল জানায়, তারা আটক পরোয়ানা সম্পর্কিত পরবর্তী পদক্ষেপগুলো পর্যালোচনা করবে। এই পরোয়ানা সোমবার পর্যন্ত কার্যকর থাকবে।

এই ঘটনাগুলো রাজনৈতিক বিশৃঙ্খলার একটি অস্বাভাবিক মাসের ধারাবাহিকতার প্রতিনিধিত্ব করে, যা তিন ডিসেম্বর শুরু হয়েছিল। সে সময় রক্ষণশীল প্রাক্তন প্রসিকিউটর ইয়ুন সামরিক আইন জারি করেছিলেন। দেশটির সাংবিধানিক আদালতের রায় মুলতবি রেখে আইন প্রনেতারা ইয়ুনকে অভিশংসিত করে প্রেসিডেন্টের ক্ষমতা স্থগিত করেন।

পৃথকভাবে, ইয়ুনের বিরুদ্ধে বিদ্রোহ এবং সামরিক আইন ঘোষণার সাথে সম্পর্কিত ক্ষমতার অপব্যবহারের জন্য তদন্ত করা হচ্ছে।

তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার জন্য তিনটি সমন উপেক্ষা করেন ইয়ুন। সিউলের একটি আদালত এই সপ্তাহের শুরুতে একটি আটক পরোয়ানা জারি করে।

ইয়ুনের নিরাপত্তায় নিয়োজিত প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস নিরাপত্তা ও সামরিক বিবেচনায় আদালত অনুমোদিত তল্লাশির জন্য তদন্তকারীদের বারবার প্রেসিডেন্টের কার্যালয়ে প্রাঙ্গণ বা সরকারি বাসভবনের ঢুকতে বাধা দিয়েছে।

XS
SM
MD
LG