অ্যাকসেসিবিলিটি লিংক

লাস ভেগাসে গাড়ি বিস্ফোরণে নিহত ব্যক্তি যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্য, বলছেন কর্মকর্তারা


লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের বাইরে গাড়িতে বিস্ফোরণ। ১ জানুয়ারি ২০২৫।
লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের বাইরে গাড়িতে বিস্ফোরণ। ১ জানুয়ারি ২০২৫।

যুক্তরাষ্ট্রের তিনজন কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে বৃহস্পতিবার বলেছেন, লাস ভেগাসে প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্পের হোটেলের বাইরে আতশবাজি ও জ্বালানি ক্যানিস্টার ভর্তি টেসলা সাইবারট্রাকের বিস্ফোরণে নিহত ব্যক্তিকে সেনাবাহিনীর সাবেক সদস্য বলে মনে করছে কর্তৃপক্ষ।

ফিউচারিস্টিক ধাঁচের একটি পিকআপ ট্রাকের মধ্যে খুঁজে পাওয়া ব্যক্তিকে ম্যাথিউ লিভেলসবার্গার বলে চিহ্নিত করেছেন আইন প্রয়োগকারী বিভাগের দুইজন কর্মকর্তা। নাম ও পরিচয় গোপন রাখার শর্তে এপির সঙ্গে কথা বলেছেন আইন প্রয়োগকারী কর্মকর্তারা কেননা চলমান তদন্ত নিয়ে আলোচনা করার অনুমতি নেই তাদের।

যুক্তরাষ্ট্রের তিনজন কর্মকর্তা বলেছেন, লিভেলসবার্গার সেনাবাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন যিনি নর্থ ক্যারোলাইনার বিশাল সেনা-ঘাঁটিতে (ফোর্ট ব্র্যাগ নামে পূর্বে পরিচিত) অনেকদিন অতিবাহিত করেছেন। উল্লেখ্য, এই ঘাঁটিতেই আর্মির বিশেষ বাহিনী কমান্ড থাকে। নাম ও পরিচয় গোপন রাখার শর্তেই কর্মকর্তারা এই বিষয়ে কথা বলেছেন কারণ এই ব্যক্তির কার্যকলাপের বিস্তারিত তথ্য প্রকাশ করার অনুমতি নেই তাদের।

নিউ ইয়ারের দিনে নিউ অরলিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারে ভোরবেলা ৪২ বছর বয়সী গাড়িচালক শামসুদ-দিন বাহার জাব্বার ভিড়ের মধ্যে ট্রাক নিয়ে ঢুকে পড়ে এবং পুলিশ গুলি করে তাকে হত্যা করার আগে সে কমপক্ষে ১৫ জনকে হত্যা করেছে। এই ঘটনার কয়েক ঘন্টা পর ট্রাক বিস্ফোরণ ঘটে। প্রসঙ্গত উল্লেখ্য, ট্রাকের এই সংঘর্ষকে সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে এবং পুলিশ মনে করে, চালক একা এই কাণ্ড ঘটায়নি।

যুক্তরাষ্ট্রের সাবেক সৈন্য জাব্বার ফোর্ট ব্র্যাগেও সময় অতিবাহিত করেছে, তবে একজন কর্মকর্তা বলেছেন, সেখানে তারা কখনও একই সময় কাজ করেননি।

XS
SM
MD
LG