মন্টেনেগ্রোর দক্ষিণাঞ্চলীয় শহর সেটিনিয়ের কাছে একটি রেস্তোরায় বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে।
পুলিশ প্রধান লাজার সেপানোভিচ সাংবাদিকদের বলেন, পুলিশ সন্দেহভাজন হামলাকারীর খোঁজে ঘণ্টা ব্যাপী তল্লাশি শুরু করে তাকে ঘিরে ফেলার পর সে ‘ নিজের মাথায় গুলি করে’ আত্মহত্যা করে।
সেপানোভিচ বলেন, “তাকে ক্লিনিক্যাল সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এরই মধ্যে তিনি মারা যান।”
পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে সেটিনিয়ের নিকটবর্তী বাজিস গ্রামে ৪৫ বছর বয়সি এই ব্যক্তি কমপক্ষে ১০ জনকে গুলি করে হত্যা করে, যাদের মধ্যে দুজনের বয়স ১০ ও ১৩ বছর।
স্বরাষ্ট্রমন্ত্রী দানিলো সারানোভিচ বলেন, বন্দুকধারী তার নিজের পরিবারের সদস্যদেরও হত্যা করেছে।
প্রধানমন্ত্রী মিলোকো স্পাজিচ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আরটিসিজিকে বলেন, “সেটিনিয়েতে বাজিস গ্রামে আমাদের সবার ওপর ভয়াবহ ট্রাজেডি আঘাত হেনেছে।”
গুরুতর আহত চারজনকে রাজধানী পোদগোরিকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ প্রধান সেপানোভিচ পরে বলেন, তাদের জীবন “ আর ঝুঁকির মধ্যে নেই।”
সেপানোভিচ বলেন, তার সাথে রেস্তোরার আরেক অতিথির ঘটনার আগে সন্দেহভাজন হামলাকারী সারাদিন মদ্যপান করেছিলেন।
বৃহস্পতিবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে সরকার।
পুলিশ এই ঘটনাটিকে “সংগঠিত অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে শোডাউন” বলে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলো অবৈধ ছিল।
প্রধানমন্ত্রী স্পাজিচ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে আরটিসিজিকে বলেন, ঘটনাটি একটি “রেস্তোরাঁ লড়াই” যা ভুল দিকে ধাবিত হয়েছে। তিনি বলেন, আগ্নেয়াস্ত্র রাখার জন্য দেশের প্রচলিত মানদণ্ড কঠোর করা হবে।
প্রেসিডেন্ট ইয়াকভ মিলাতোভিচ বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমি মর্মাহত ও শোকাহত। এটি আমাদের সেটিনিয়ের ওপর শোকের ছায়া ফেলেছে।”