যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন তিনি সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যে অংশগ্রহণের পরিকল্পনা করছেন।
ফ্লোরিডায় তার বিলাসবহুল মার-এ-লাগো ক্লাবে নতুন বছর উদযাপনের পার্টিতে প্রবেশের সময় তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে জবাবে ট্রাম্প বলেন, “আমি সেখানে থাকব।” কার্টারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন কী না, এই প্রশ্নের জবাবে ট্রাম্প জানান তিনি এ বিষয়ে কোনো মন্তব্য না করলেই ভালো হবে।
জানুয়ারির ৪ তারিখ থেকে জর্জিয়া ও ওয়াশিংটনে কার্টারের সম্মানে আয়োজিত শেষকৃত্য অনুষ্ঠান শুরু হবে এবং তা ৯ তারিখে সমাপ্ত হবে। রবিবার ১০০ বছর বয়সে সাবেক প্রেসিডেন্ট কার্টার মারা গেছেন।
নভেম্বরের নির্বাচনের প্রচারণায় ট্রাম্প নিয়মিত কার্টারের কড়া সমালোচনা করেছেন। প্রচারণায় তিনি বারবার ৭০ এর দশকে কার্টারের আমলে বাড়তে থাকা মূল্যস্ফীতির সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অপ্রীতিকর তুলনা দিয়ে গেছেন।
তবে রবিবার কার্টার মারা যাওয়ার পর সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে সাবেক প্রেসিডেন্টকে শ্রদ্ধাভরে স্মরণ করেন ট্রাম্প। তিনি বলেন, “তার প্রতি (আমেরিকান) জাতি কৃতজ্ঞ ও ঋণী”।
কার্টারের উদ্দেশে ট্রাম্প বলেন, “আমি তার সঙ্গে দর্শন ও রাজনীতি বিষয়ে ভিন্নমত পোষণ করলেও, এটুকু অনুধাবন করেছিলাম যে তিনি প্রকৃত অর্থেই আমাদের দেশকে ভালোবাসতেন এবং এর প্রতি সম্মান জানাতেন, এবং দেশকে আজকের পর্যায়ে নিয়ে আসায় তার অবদান রয়েছে”। “তিনি আমেরিকাকে আরও উন্নত দেশে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং এটার জন্য তার প্রতি আমি সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করছি”, বলেন ট্রাম্প।
ট্রাম্প আশাবাদ প্রকাশ করে বলেন, ২০২৫ একটি “অসাধারণ বছর” হবে এবং “আমরা দেশ হিসেবে অসাধারণ কার্যকারিতা দেখাবো।”
পরবর্তীতে স্টেজে উঠে মার-এ-লাগোয় নববর্ষের উদযাপনের জন্য আসা জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ট্রাম্প। তিনি প্রতিশ্রুতি দেন, “আপনাদের প্রেসিডেন্ট হিসেবে অসামান্য কাজ করে দেখাবো।”