যুক্তরাষ্ট্রে নিউ অরলিন্সের বোর্বন স্ট্রিটে একটি ট্রাক মানুষের ভিড়ে উঠে পড়লে কমপক্ষে ১০ জন নিহত ও ৩০ জন আহত হওয়ার পর নিরাপত্তাকর্মী, পুলিশ ও জরুরি কর্মীদের ঘটনাস্থলে জড়ো হতে দেখা যাচ্ছে।বুধবার, ১ জানুয়ারি, ২০২৪।
শহরের সরকারী সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
তাদের একটি বিবৃতি অনুযায়ী, নববর্ষ উদযাপনের সময় ভোর ৩:১৫ নাগাদ ক্যানাল এবং বোর্বন স্ট্রিটের ইন্টারসেকশনে ঘটনাটি ঘটে।
ট্রাকটি ভিড়ের মধ্যে ঢুকে পড়ার পর ট্রাকটির চালক নেমে গুলি করাতে পুলিশও পাল্টা গুলি চালায়।
দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হলেও, স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের পর চালক মারা যান। তার পরিচয় নিয়ে কোনো তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি।
এফবিআই জানিয়েছে তারা এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করছে।