অ্যাকসেসিবিলিটি লিংক

নিউ অরলিন্সে মানুষের ভীড়ে গাড়ি উঠিয়ে দেবার ঘটনায় ১০ জন নিহত


নিউ অরলিন্সের ক্যানাল ও বোর্বন স্ট্রিটের দূর্ঘটনার পর ঘটনাস্থলে জরুরি পরিষেবাগুলো উপস্থিত হয়। ( ১ জানুয়ারি, ২০২৫)
নিউ অরলিন্সের ক্যানাল ও বোর্বন স্ট্রিটের দূর্ঘটনার পর ঘটনাস্থলে জরুরি পরিষেবাগুলো উপস্থিত হয়। ( ১ জানুয়ারি, ২০২৫)

এপি বার্তা সংস্থা পুলিশের বরাত দিয়ে বলছে, নিউ অরলিন্সে মানুষের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেবার ঘটনায় সন্দেহভাজন পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

কর্মকর্তারা তদন্ত নিয়ে বিস্তারিত বলার অনুমতি না থাকায় নাম না প্রকাশ করার শর্তে এ কথা জানান।

শহরের জরুরি প্রস্তুতি সংস্থা নোলা রেডি জানিয়েছে, নববর্ষের শুরুতেই নিউ অরলিন্সের বিখ্যাত ক্যানাল অ্যান্ড বোরবন স্ট্রিটে ভিড়ের মধ্যে একটি গাড়ি উঠে পড়লে সেখানে ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।।

নিউ অরলিন্স পুলিশ জানিয়েছে, তারা এই ব্যাপক হতাহতের ঘটনায় তৎপর রয়েছে। জনসাধারণকে ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন নোলা রেডি।

আহতদের পাঁচটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউ অরলিন্সের সিজার্স সুপারডোমে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে কলেজ ফুটবলের কোয়ার্টারফাইনাল অলস্টেট সুগার বৌল অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘণ্টা আগে, নতুন বছর উদযাপনের অনুষ্ঠানের শেষের দিকে এই ঘটনাটি ঘটে।

XS
SM
MD
LG