অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনকে আরও আড়াইশো কোটি ডলার সাহায্যের ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র


স্পিলভে বিমানবন্দরে সামরিক মহড়া চলাকালে একটি এইচআইএমএআরএস রকেট দেখা যাচ্ছে। রিগা, লাটভিয়া। ফাইল ফটোঃ ২৬ সেপ্টেম্বর, ২০২২।
স্পিলভে বিমানবন্দরে সামরিক মহড়া চলাকালে একটি এইচআইএমএআরএস রকেট দেখা যাচ্ছে। রিগা, লাটভিয়া। ফাইল ফটোঃ ২৬ সেপ্টেম্বর, ২০২২।

যুক্তরাষ্ট্র সোমবার ইউক্রেনকে আরও প্রায় ২৫০ কোটি ডলার সাহায্য দেওয়ার ঘোষণা করেছে। বাইডেন প্রশাসনের বিদায়ী বেলায় ইউক্রেনকে বর্ধিত সাহায্যের অংশ হিসেবে এই সাহায্য।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, সাহায্য সামগ্রীর মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষার সরঞ্জাম, ড্রোন মোকাবিলার অস্ত্র, উচ্চ সঞ্চরণশীল আর্টিলারি রকেট ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সামরিক সম্ভার, ট্যাঙ্ক মোকাবিলার হাতিয়ার ও কামানের গোলাবারুদ।

প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্প দফতরের দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহে আগে এই প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ত্রাণের মাত্রা ও স্তর নিয়ে ট্রাম্প প্রশ্ন তুলেছেন; ইউক্রেনের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে, আগামীতে যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধ হয়ে যেতে পারে।

ইউক্রেনের সামরিক বাহিনী সোমবার বলেছে, সে দেশের উত্তর ও পূর্বাঞ্চল বরাবর এলাকায় একাধিক লক্ষ্যবস্তুকে নিশানা করে রুশ বাহিনীর ছোঁড়া ২১টি ড্রোন ভূপাতিত করেছে তারা।

ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া মোট ৪৩টি ড্রোন নিক্ষেপ করেছিল এবং তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী চেরনিহিভ, নিপ্রোপেট্রোভস্ক, দনেৎস্ক, খারকিভ, ওডেসা ও পলতাভা অঞ্চলে ড্রোনগুলিকে ভূপাতিত করেছে।

ওডেসার গভর্নর ওলেফ কিপার বার্তাবাহী অ্যাপ টেলিগ্রামে বলেছেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে পাঁচটি বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ আহত হননি।

খারকিভের গভর্নর ওলেফ সাইনিহুভব জানিয়েছেন, ড্রোন হামলার ফলে একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে; পাশাপাশি এক মহাসড়কের কাছে একটি ড্রোন আঘাত হেনেছে। তিনি আরও যোগ করেছেন, তার অঞ্চলে কেউ হতাহত হননি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে, রাশিয়া-ইউক্রেন সীমান্ত বরাবর বেলগরোদ অঞ্চলে তারা একটি ড্রোনকে প্রতিহত করেছে।

কুরস্কের আঞ্চলিক কর্মকর্তারা বলেছেন, সোমবার সকালে ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে রুশ বিমান প্রতিরক্ষা।

XS
SM
MD
LG