অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন বলছে তারা রাশিয়ার ওরিওল অঞ্চলে ড্রোন গুদামে আঘাত করেছে


ইউক্রেনের মিকোলায়িভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলার একটি ঘটনাস্থলে অগ্নিনির্বাপক কর্মীরা কাজ করছেন৷
২৮ ডিসেম্বর ২০২৪। (এএফপি এর মাধ্যমে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা)
ইউক্রেনের মিকোলায়িভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলার একটি ঘটনাস্থলে অগ্নিনির্বাপক কর্মীরা কাজ করছেন৷ ২৮ ডিসেম্বর ২০২৪। (এএফপি এর মাধ্যমে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা)

শনিবার ইউক্রেন বলে, তারা রাশিয়ার ওরিওল অঞ্চলে দূরপাল্লার শাহেদ ড্রোন সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ গুদামে আঘাত করেছে। তারা আরও বলে, এর ফলে ইউক্রেনের ওপর রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা চালানোর ক্ষমতাকে "উল্লেখযোগ্যভাবে হ্রাস" পেয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর সাধারণ কর্মকর্তা টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, হামলাটি বৃহস্পতিবার করা হয় এবং ইউক্রেনের বিমানবাহিনী তা পরিচালনা করে।

বিবৃতিতে বলা হয়, "হামলার ফলে, শাহেদ কামিকাজে ড্রোনগুলির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য বেশ কয়েকটি সুরক্ষিত কংক্রিটের কাঠামো দিয়ে তৈরি একটি গুদাম ধ্বংস হয়ে গিয়েছে।"

"এই সামরিক অভিযানটি ড্রোন-হামলার মাধ্যমে ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে বিমান হামলা চালানোর সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে।"

হামলার বিষয়ে মস্কো কোনোও মন্তব্য করেনি। রাশিয়া তার ৩৪ মাসের আগ্রাসনের সময় নিয়মিতভাবে ইউক্রেনের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে।

গত কয়েক মাস ধরে মস্কো প্রায় প্রতিদিনই ইউক্রেনের ওপর ডজনখানেক ড্রোন হামলা চালিয়ে আসছে। মস্কো ইউক্রেনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে তুলতে চায় যেন তারা ক্ষেপণাস্ত্রগুলি প্রতিহত করতে সক্ষম না হয়।

ইউক্রেনের বিমান বাহিনী শনিবার সকালে বলে, তারা রাতের বেলা রাশিয়ার নিক্ষেপ করা ১৬টি ড্রোনের মধ্যে ১৫টি ভূপাতিত করেছে, এবং অন্যটি রাডারের বাইরে চলে যায়।

XS
SM
MD
LG