হামাসের উদ্দেশ্যে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের পর গাজার উত্তরাঞ্চলের একটি প্রধান হাসপাতাল বন্ধ হয়ে গেছে। সেই সাথে এর পরিচালককে আটক করা হয়েছে বলে শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হামলার ফলে কামাল আদওয়ান নামক হাসপাতালটি "অকেজো" হয়ে পড়েছে, যা গাজার মারাত্মক স্বাস্থ্য সঙ্কটকে আরও বাড়িয়ে তুলেছে।
শুক্রবার ভোরে শুরু হওয়া ইসরায়েলি অভিযানের কথা উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) রাতে এক্স ‘এ জানায়, “অভিযানের সময় কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে বলে প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে।
ডব্লিউএইচও জানিয়েছে, ৬০ জন স্বাস্থ্যকর্মী এবং ২৫ জন রোগী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন। এদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটারে রয়েছেন। তারা অভিযোগ করেন, মাঝারি এবং গুরুতর রোগীদের ইন্দোনেশিয়ান একটি অকার্যকর হাস্পাতালে সরিয়ে নিতে তাদের বাধ্য করা হয়েছে। ডব্লিউএইচও আরও জানায়, “তারা রোগিদের নিরাপত্তা নিয়ে গভীর ভাবে উদ্বিগ্ন”।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হোসাম আবু সাফিয়েহসহ বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীকে আটক করেছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, আবু সাফিয়েহকে গাজার উত্তরাঞ্চলের প্রধান আহমেদ হাসান আল-কাহলাউতের সঙ্গে আটক করা হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী আটকের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এই অভিযানের বেশ কিছুদিন আগে থেকেই, আবু সাফিয়াহ হাসপাতালের অনিশ্চিত পরিস্থিতি সম্পর্কে বারবার সতর্ক করেন। এই স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে
সোমবার এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, "হাসপাতালের ভেতরে থাকা লোকজনকে হত্যা ও জোরপূর্বক উচ্ছেদে উদ্দেশ্যেই" ইসরায়েল এই হামলা চালিয়েছে। ইসরায়েলের হামলায় হাসপাতালের নিকটে আরও ৫ কর্মী নিহত হয়েছে বলেও তিনি বৃহস্পতিবার জানান।
গত ৬ অক্টোবর থেকে গাজার উত্তরাঞ্চলে স্থল ও বিমান হামলা জোরদার করে ইসরায়েল বলেছে, হামাসের পুনরায় সংগঠিত হওয়া ঠেকানোই তাদের লক্ষ্য।
হামাসকে যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাষী সংগঠন হিসেবে অভিহিত করে ।
শুক্রবার তাদের সেনাবাহিনী জানিয়েছে, হাসপাতালের আশেপাশের 'সন্ত্রাসী অবকাঠামো ও অপারেটিভ' সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তারা কাজ করছে।