অ্যাকসেসিবিলিটি লিংক

বড়দিনের ভাষণে অস্ত্রের ঝনঝনানি বন্ধ করার আহ্বান জানালেন পোপ

২৫ ডিসেম্বর বুধবার পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে তার বড়দিনের ভাষণ প্রদান করেন

পোপ “সকল জাতির সকল মানুষকে” “অস্ত্রের শব্দ বন্ধ করার” সাহস অর্জন করা এবং মধ্যপ্রাচ্য থেকে ইউক্রেন, আফ্রিকা থেকে এশিয়া পর্যন্ত বিশ্বজুড়ে বিভক্তি দূর করার আহ্বান জানান।

‘উরবি এট অরবি’ ভাষণে পোপ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে অস্ত্র বন্ধ রাখার আহ্বান জানান। (এপি)


XS
SM
MD
LG