অ্যাকসেসিবিলিটি লিংক

সান্টা সেজে স্বেচ্ছাসেবকরা জাগরেব হাসপাতালের ছাদ থেকে নেমে শিশুদের সারপ্রাইজ দেন

বড়দিনের ছুটি হাসপাতালে কাটাতে বাধ্য হওয়া শিশুদের জন্য সান্টার পোশাক পরা স্বেচ্ছাসেবকরা জাগরেবের একটি হাসপাতালের ছাদ থেকে নেমে তাদের ঘরে উপহার নিয়ে আসেন। সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪।

আয়োজকরা জানান, চারটি স্থানে ৫০ জন স্বেচ্ছাসেবক প্রায় ৫০০টি উপহার বিতরণ করেছেন। তাদের মধ্যে তিনটি ছিল ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে এবং একটি উত্তর ক্রোয়েশিয়ার চাকোভেক শহরে।

একজন ডাক্তার বলেছেন, এ ধরনের উদ্যোগ শিশুদের জন্য আনন্দদায়ক এবং তাদের মন ভালো রাখে। তিনি আরও বলেন, এতে স্বাস্থ্যকর্মীদের জন্য সেবা দেয়া করা সহজ করে তোলে।


XS
SM
MD
LG