দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের কাছ থেকে যেসব অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী, সেগুলো ছবিতে দেখা যাচ্ছে। সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪।
ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় গত কয়েক বছরে উভয়ের মধ্যে সবচেয়ে মারাত্মক সংঘর্ষের অবসান ঘটে। কিন্তু এখনও গাজা উপত্যকায় তার অপর চিরশত্রু ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে লড়াই অব্যাহত রয়েছে ইসরায়েলের।
গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণে এখন পর্যন্ত ৪৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে । নিহতদের বেশিরভাগ নারী এবং শিশু।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।