অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানির শল্টজ ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন

এই ফটো গ্যালারিতে জার্মানির চ্যান্সেলর ওলাফ শল্টজকে ক্রিসমাস মার্কেটের গাড়ি হামলার ঘটনাস্থল পরিদর্শন করতে এবং সেন্ট জনস চার্চের বাইরে ফুলের শ্রদ্ধার্ঘ অর্পণ করতে দেখা যাচ্ছে। শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪।

জার্মানির পূর্বাঞ্চলে ম্যাগডেবার্গ শহরের জনাকীর্ণ ক্রিসমাস বাজারে এক ব্যক্তি প্রবল বেগে গাড়ি চালিয়ে ঢুকে পড়লে কমপক্ষে পাঁচজন নিহত ও অন্তত ২০০ জন আহত হন।

সাংবাদিকদের সাথে কথা বলার সময়, শল্টজ বলেন, "আহতদের মধ্যে ৪০ জনের অবস্থা এতটাই গুরুতর যে তাদের নিয়ে আমাদের সবারই উদ্বেগের কারণ আছে।"

কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেয়।

গ্রেফতার হওয়া ব্যক্তি প্রায় দু'দশক ধরে জার্মানীতে বসবাস করছেন এমন এক সৌদি চিকিৎসক। ২০০৬ সালে তিনি জার্মানিতে আসেন এবং ম্যাগডেবার্গে থেকে ৪০ কিমি দূর বার্নবার্গ-এ কাজ করতেন।


XS
SM
MD
LG