অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের সীমান্ত অঞ্চলে জঙ্গি হামলায় ১৬ জন সৈন্য নিহত, আহত ৮ জন


পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের সৈন্যরা কাঁটা তারের বেড়া বরাবর টহল দিচেছ। আগস্ট ৩,২০২১।
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের সৈন্যরা কাঁটা তারের বেড়া বরাবর টহল দিচেছ। আগস্ট ৩,২০২১।

শনিবার পাকিস্তান জানিয়েছে যে আফগানিস্তানের সীমান্তের কাছাকাছি জঙ্গিদের সঙ্গে এক সংঘাতে অন্তত ১৬ জন সৈন্য নিহত হয়।

সামরিক বাহিনীর একটি বিবৃতিতে জানানো হয় যে ভোর হ্ওয়ার আগেই এই সংঘাত শুরু হয় যখন ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল জঙ্গি সীমান্ত জেলা দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি চৌকিতে ঝটিকা আক্রমণ চালায়। সাম্প্রতিক মাসগুলিতে পাকিস্তানের সৈন্যদের উপর এটি ছিল অন্যতম এক মারাত্মক প্রাণঘাতি আক্রমণ।

সামরিক বাহিনী বলছে এ সংঘাতে আটজন হামলাকারিও নিহত হয়। বিবৃতিতে বলা হয়েছে,“ওই অঞ্চলে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে এবং এই ঘৃণ্য কাজ যারা করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। এতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

একজন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেন জঙ্গিরা আটজন সৈন্যকে আহত করে যাদের অনেকেরই অবস্থা সংকটজনক। বিষয়টি নিয়ে সংবাদ মধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় এই কর্মকর্তা নাম প্রকাশ না করেই এই কথাগুলি বলেন ।

একটি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিকে-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি এই প্রাণঘাতী অভিযানের দায় স্বীকার করেছে বলে জানা গেছে। তারা বলছে যে নিকটবর্তী টাংক জেলায় এ সপ্তাহে আরও আগের দিকে পাকিস্তানি সৈন্যদের সঙ্গে এক সংঘাতে তাদের একজন সিনিয়র কমান্ডার নিহত হবার প্রত্যুত্তরে তারা এই হামলা চালিয়েছে।

গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পাকিস্তান আবার বলে যে পাকিস্তানি তালিবান নামেও পরিচিতি টিটিপি আফগানিস্তানের অভয় আশ্রয়ে থেকে সন্ত্রাসী হামলাগুলি চালাচ্ছে।

জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি উসমান ইকবাল জাদুন বলেন, “ ৬,০০০ যোদ্ধা সম্বলিত টিটিপি হচ্ছে আফগানিস্তান থেকে তত্পর থাকা সব চেয়ে বড় তালিকাবদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন। আমাদের সীমান্তের কাছে নিরাপদ আশ্রয়ে থেকে তারা পাকিস্তানের নিরাপত্তার প্রতি প্রত্যক্ষ ও প্রাত্যহিক হুমকি”।

আফগানিস্তানের তালিবান কর্তৃপক্ষ যে সীমান্তের ওপার থেকে টিটিপিকে সন্ত্রাসবাদ চালানোর সুবিধা করে দিচ্ছে পাকিস্তানি কর্তৃপক্ষের এই অভিযোগ সম্পর্কে বিস্তারিত কিছু না বলেই জাদুন বলেন,“আল ক্বায়দার সঙ্গে তাদের দীর্ঘ দিনের সম্পর্কের প্রেক্ষাপটে টিটিপি আঞ্চলিক ও বৈশ্বিক সন্ত্রাসবাদের কর্মসূচি নিয়ে আল ক্বায়দার একটি শাখা হিসেবে উদ্ভূত হতে পারে”। জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র টিটিপিকে একটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদি সংগঠন হিসেবে অভিহিত করেছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সন্ত্রাসবাদের উপর তাদের বার্ষিক প্রতিবেদনে পাকিস্তানের এই কথাকে সমর্থন করেছে, যে তালিবান সরকার তাদের এই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে যে টিটিপি এবং ইসলামিক স্টেটের আঞ্চলিক সহযোগী ইসলামিক স্টেট-খোরাসানসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে আক্রমণ চালাতে আফগান অঞ্চলকে ব্যবহার করতে দেয়া হবে না। প্রতিবেদনে ব্যর্থতার সমালোচনা করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলা হয়, “পাকিস্তান আইসিস-কে ও টিটিপি উভয়ের কাছ থেকে ঘন ঘন আক্রমণ ও হতাহতের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সে দেশে সন্ত্রাসবাদ বৃদ্ধির বিষয়টি দেখছে”।

তালিবান নেতারা এই অভিযোগ অস্বীকার করেন যে পাকিস্তানসহ অন্যান্য দেশকে হুমকি দেওয়ার জন্য টিটিপি ও আই এস- খোরাসানের মতো বিদেশি জঙ্গিরা আফগনিস্তানকে ব্যবহার করছে।

পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর থেকে জঙ্গিদের আক্রমণ নাটকীয় ভাবে বেড়ে গেছে। ২০২৪ সালেই কেবল শত শত সৈন্য ও পুলিশ বাহিনীর সদস্য প্রাণ হারায়।

XS
SM
MD
LG