অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় ৬ জন নিহত


ইউক্রেনের কিয়েভ বিমান হামলার সতর্ক ধ্বণি বাজার সময়ে মানুষজন একটি মেট্রো স্টেশনে আশ্রয় নিচ্ছেন, ২০ ডিসেম্বর, ২০২৪৷ .
ইউক্রেনের কিয়েভ বিমান হামলার সতর্ক ধ্বণি বাজার সময়ে মানুষজন একটি মেট্রো স্টেশনে আশ্রয় নিচ্ছেন, ২০ ডিসেম্বর, ২০২৪৷ .

একজন সিনিয়র স্থানীয় কর্মকর্তা জানান, শুক্রবার রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি শহরে ইউক্রেনের হামলায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছে।

কুরস্কের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনস্টেইন বলেন, যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স রকেটের হামলার পর আরও দশজনকে রিলস্ক শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলেন, এই হামলাটি এর পূর্বে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর করা হয়।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার ভোরে রাজধানীতে রাশিয়ার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত, ১৩ জন আহত এবং শহরের কেন্দ্রস্থলে ছয়টি বিদেশি দূতাবাস ও একটি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী তাদের টেলিগ্রাম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বলে, তারা শহরের দিকে ছোঁড়া পাঁচটি ইস্কান্ডার স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। কিন্তু, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে তিনটি জেলা ক্ষতিগ্রস্ত করে এবং আগুন ছড়িয়ে দেয়। শহর কর্তৃপক্ষ জানায়, বহু আবাসিক ভবন, চিকিৎসা কেন্দ্র এবং স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমান বাহিনীর কর্মকর্তারা নাগরিকদের ব্যালিস্টিক হামলার হুমকির খবরের প্রতি তাৎক্ষণিকভাবে সাড়া দিতে অনুরোধ করেন, কারণ এসব হামলা থেকে আশ্রয় নেওয়ার জন্য খুব কম সময় পাওয়া যায়।

শুক্রবার কিয়েভে একটি সংবাদ সম্মেলনে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিওরগি তিখি বলেন, ক্ষেপণাস্ত্র হামলায় আলবেনিয়া, আর্জেন্টিনা, ফিলিস্তিন, নর্থ মেসিডোনিয়া, পর্তুগাল এবং মন্টিনিগ্রোর দূতাবাস রয়েছে এমন একটি ভবনের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তিনি ভবনের ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করেন। এই হামলায় কোনোও হতাহতের খবর পাওয়া যায়নি।

কিয়েভ ন্যাশনাল লিঙ্গুইস্টিকস ইউনিভার্সিটি তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে যে তাদের ভবনও আঘাতপ্রাপ্ত হয়েছে, এবং একটি প্রবেশদ্বারের ছবিও শেয়ার করে যেখানে দেখা যায় দুইটি বড় জানালা উড়ে গিয়েছে।

রাশিয়া বলে, তারা কিয়েভের রাশিয়ায় যুক্তরাষ্ট্রের নির্মিত অস্ত্র রাশিয়ায় নিক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে এই আক্রমণ চালিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বছরের শেষ সংবাদ সম্মেলন করার একদিন পর কিয়েভে রাশিয়ার হামলার ঘটনাটি ঘটে। কাউন্সিল অন ফরেইন রিলেশনস-এর সিনিয়র ফেলো, চার্লস কাপচান বলেন, পুতিন "বেশ কিছুদিন ধরে যুদ্ধ শেষ করার জন্য আলোচনার কথা বলছেন, কিন্তু বোমা হামলা অব্যাহত রয়েছে।"

নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে আলোচনার সম্ভাবনার কথা বলেছেন। তিনি বলেন, তিনি ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তির মধ্যস্থতা করতে পারবেন।

কাপচান বলেন, ট্রাম্প যদি মনে করেন তিনি দুইটি দেশকে নিয়ে এত দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন, তা হ’লে তিনি "অজ্ঞ"

অপরদিকে, ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী এবং বিচার মন্ত্রী, ওলহা স্টেফানিশিনা শুক্রবার জানান, রাশিয়া রাষ্ট্রীয় নিবন্ধনগুলির উপর একটি সাইবার হামলা চালায়, যার ফলে সেগুলি বন্ধ রয়েছে৷

সাইবার সিকিউরিটি বিভাগ বলে, তাদের তদন্তের মূলধারাটি ছিল যে রাশিয়ার সামরিক গোয়েন্দাদের সাথে যুক্ত একটি হ্যাকার গ্রুপ এই হামলাটির পেছনে ছিল। হামলার বিষয়ে রাশিয়া এখনো কোনো মন্তব্য করেনি।

XS
SM
MD
LG